গোরুর লড়াইয়ে জিতল ইতালি

স্পেনের বুল ফাইট বা বালি আইসল্যান্ডের মোরোগ লড়াইয়ের কথা শুনেছেন অনেকেই। কিন্তু কাউ ফাইট গোরুর লড়াইয়ের কথা শুনেছেন? সুইত্‍জারল্যান্ডের ভ্যালেস উপত্যকায় কাউ ফাইটের পোশাকি নাম `দ্য ফাইট অফ কুইন্স`।

Updated By: May 6, 2012, 09:58 AM IST

স্পেনের বুল ফাইট বা বালি আইসল্যান্ডের মোরোগ লড়াইয়ের কথা শুনেছেন অনেকেই। কিন্তু কাউ ফাইট গোরুর লড়াইয়ের কথা শুনেছেন? সুইত্‍জারল্যান্ডের ভ্যালেস উপত্যকায় কাউ ফাইটের পোশাকি নাম `দ্য ফাইট অফ কুইন্স`।  
জনপ্রিয় এই লড়াইয়ের যাত্রাশুরু সেই ১৯২০ সালে। দর্শকদের মতে, বসন্ত কালেই নাকি এই খেলা জমে ভালো। মজা করে কেউ কেউ বলেন, বসন্তের আমেজ গায়ে মেখে লড়াইতে মেতে উঠতে প্রতিযোগীরা নাকি একটু বাড়তি উত্সাহই পায়। ফি-বছরের মতো এবারও ভ্যালেস উপত্যকায় এই খেলার আয়োজন ছিল জবরদস্ত।
শনিবার সুইত্‍জারল্যান্ডের ভ্যালেসের সুইস ভ্যালিতে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক কাউ ফাইটের। অংশ নিয়েছিল ইতালি, ফ্রান্স এবং সুইত্‍জারল্যান্ডের প্রায় ১০০টি গরু। জয়ীর শিরোপা ছিনিয়ে নিয়েছে ইতালির প্রতিযোগী। আন্তর্জাতিক খেতাব অর্জনকারী ইতালির সেই বিজেতার চলনবলনেই নাকি আলাদা দেমাক এসেছে।  মূলত মাথা দিয়ে পরস্পরকে গুঁতো মারার এই খেলায় জখম হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সব মিলিয়ে কাউ ফাইট, বুল ফাইট বা কক ফাইটের থেকে কোনওভাবে পিছিয়ে থাকতে নারাজ শতাব্দী প্রাচীন `দ্য ফাইট অফ কুইন্স`।
 

.