ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা আজ

ফ্রান্সে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। প্রথম দফার ভোটে কোনও প্রার্থীই জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ফ্রান্সের নির্বাচনী বিধি অনুযায়ীই আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

Updated By: May 6, 2012, 09:43 AM IST

ফ্রান্সে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। প্রথম দফার ভোটে কোনও প্রার্থীই জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ফ্রান্সের নির্বাচনী বিধি অনুযায়ীই আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ।
প্রথম দফার নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১০ জন। এর মধ্যে ২৮.৬৩ শতাংশ ভোট পেয়েছেন সোশ্যালিস্ট পার্টির প্রার্থী ফ্রাঙ্কো অল্যাঁ। ২৭.০৮ শতাংশ ভোট পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তাত্‍পর্যপূর্ণভাবে, ১৮.০১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছিলেন উগ্র দক্ষিণপন্থী ন্যাশনাল ফ্রন্ট-এর প্রার্থী মেরি ল্যঁ পেন। ১১.১৩ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানের রয়েছেন ফরাসী কমিউনিস্ট পার্টির প্রার্থী জাঁ-লুক মেলেঞ্চো। দ্বিতীয় দফায় তাই সারকোজি ও অল্যাঁর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রথম দফায় একক সারকোজির থেকে অনেকটাই এগিয়ে ছিলেন অল্যাঁ। দ্বিতীয় দফায় সারকোজি নিজের ভোট কিছুটা বাড়াতে পেরেছেন বলে খবর। যদিও ফরাসী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এখনও এগিয়ে রয়েছেন অল্যাঁই। 
২০০৭ সাল থেকে ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। অর্থনীতির ক্ষেত্রে সারকোজিকে নীতিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অল্যাঁ। প্রথম দফার ভোটের ফল বলছে, তাঁর সেই আবেদনে যথেষ্ট সাড়া দিয়েছেন ফরাসী ভোটদাতারা। নির্বাচিত হলে ফ্র্যাঁসোয়া অল্যাঁই হবেন ফ্র্যাঁসোয়া মিট্টারান্ডের পর প্রথম বামপন্থী প্রেসিডেন্ট।

.