Mumbai: মর্মান্তিক! বেপরোয়া গাড়ি পিষে দিল ফুটপাতবাসী বছরচারেকের শিশুকে...

Mumbai Accident: মুম্বইয়ের রাস্তায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া বিলাসবহুল গাড়ির গতিতে মৃত্যু ৪ বছরের শিশুর। তদন্তে জানা গিয়েছে, ঘাতক চালক ১৯ বছরের, নাম সন্দীপ গোলে। 

Updated By: Dec 22, 2024, 01:34 PM IST
Mumbai: মর্মান্তিক! বেপরোয়া গাড়ি পিষে দিল ফুটপাতবাসী বছরচারেকের শিশুকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের রাস্তায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া বিলাসবহুল গাড়ির গতিতে মৃত্যু ৪ বছরের শিশুর। পুলিস সূত্রে জানা গিয়েছে, আয়ুশ লক্ষ্মণ কিনভাদে নামে শিশুটি তাঁর পরিবার-সহ ফুটপাতবাসী। বাবা দিনমজুর। ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে বাবা-মা।

তদন্তে জানা গিয়েছে, ঘাতক চালক ১৯ বছরের, নাম সন্দীপ গোলে। তিনি ভিলে পার্লের বাসিন্দা। হুন্ডাই ক্রেটা নিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। ইতোমধ্যেই সন্দীপকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বইয়ে ভয়ংকর বাস দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পর পর কয়েকটি গাড়িকে ধাক্কা সরকারি বাসের ৷ পিষে দেয় পথ চলতি মানুষকে ৷ ঘটনায় মৃত্যু হয় ৭জনের, আহত ৫০-এর কাছাকাছি। কুরলার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (বিএমসি) এল ওয়ার্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন:Bangladesh: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় রাজনৈতিক জোট!

দুর্ঘটনায় ২০টির বেশি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের (BEST) বাসটি পথ চলতি মানুষ ও অন্য গাড়িগুলিকে ধাক্কা মারার পর বুদ্ধ কলোনির একটি আবাসিক সোসাইটির গেটে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় ৷ এই ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক গত সপ্তাহে বলেছে যে রাজ্যগুলি গত পাঁচ বছরে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়েছে মহারাষ্ট্রের মধ্যে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.