মৃতের সংখ্যা ছাড়াল ‍১ লক্ষ! তবুও কোন যুক্তিতে লকডাউনে শিথিলতা ট্রাম্পের?

করোনার 'শক্তি' লঘু হয়েছে ভেবে কড়াকড়ি শিথিল করেছিল ট্রাম্প প্রশাসন। আর তাতেই দ্বিতীয়বারের জন্য মৃত্যুর নিরিখে চরম শিখরে পৌঁছে গেল দেশ।

Updated By: May 28, 2020, 11:27 AM IST
 মৃতের সংখ্যা ছাড়াল ‍১ লক্ষ! তবুও কোন যুক্তিতে লকডাউনে শিথিলতা ট্রাম্পের?

নিজস্ব প্রতিবেদন:  মৃত্যুমিছিলের ইতি কোথায়! এতো অন্তহীন! করোনার মারণ গ্রাসে আমেরিকায় মৃত্যুমিছিল অব্যাহত। সংখ্যাটা ছাড়াল এক লক্ষ। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। করোনাকে নিয়ন্ত্রণ তো দূরের কথা, তাকে যে কোনভাবে 'বশ' করা সম্ভব তারও কোনও ইয়ত্তা নেই।
করোনার 'শক্তি' লঘু হয়েছে ভেবে কড়াকড়ি শিথিল করেছিল ট্রাম্প প্রশাসন। আর তাতেই দ্বিতীয়বারের জন্য মৃত্যুর নিরিখে চরম শিখরে পৌঁছে গেল দেশ।

কাশ্মীর থেকে আটক পাকিস্তানের গুপ্তচর পায়রা, ফেরতের আর্জি জানাল মালিক
ট্রাম্পের দেশে এই মুহূর্তে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ  ৮২৫ জন। সমস্ত ধরনের নিরাপত্তা থাকা সত্ত্বেও করোনার হাত থেকে রেহাই পাচ্ছেন না সেদেশের চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা প্রথম সারিতে রয়েছে, সেই স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৬২ হাজারেরও বেশি করোনা আক্রান্ত। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের রিপোর্ট অনুসারে, ২৯১ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
বিশ্বে মোট করোনা আক্রান্তের দুই তৃতীয়াংশই রয়েছেন ইউরোপে। আশঙ্কার কালো মেঘ জমেছে দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ এশিয়ার আকাশেও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছিল আগেই। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে যে সব  দেশ যত বেশি গা আলদা করেছিল, আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানের গ্রাফচিত্র ঊর্ধ্বগামী হয়েছে ততই।
ট্রাম্প চিন্তিত। এই পরিস্থিতির মোকাবিলায় কড়া পদক্ষেপ করছেন তিনি। কিন্তু কীভাবে রোখা যাবে সংক্রমণ? অন্যতম উপায় কড়াকড়ি, বারবারই সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

.