পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু কোপেনহেগেনের সেই বন্দুকবাজের

পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল কোপেনহেগেনের বিতর্কসভায় হামলায় জড়িত এক বন্দুকবাজের। আজ সকালে নরিব্রো প্রদেশে পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান ওই ব্যক্তি। কোপেনহেগেন পুলিসের তরফে জানানো হয়েছে, মৃত বন্দুকবাজ বিতর্কসভায় হামলার ঘটনায় যুক্ত।

Updated By: Feb 15, 2015, 06:55 PM IST
পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু কোপেনহেগেনের সেই বন্দুকবাজের

ওয়েব ডেস্ক: পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল কোপেনহেগেনের বিতর্কসভায় হামলায় জড়িত এক বন্দুকবাজের। আজ সকালে নরিব্রো প্রদেশে পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান ওই ব্যক্তি। কোপেনহেগেন পুলিসের তরফে জানানো হয়েছে, মৃত বন্দুকবাজ বিতর্কসভায় হামলার ঘটনায় যুক্ত।

শনিবার সকালে কোপেনহেগেনের ক্রুটোনডেনে একটি বিতর্কসভা চলছিল। সেখানে হাজির ছিলেন সুইডিস কার্টুনিস্ট কার্স্ট ভিক্স। ২০০৭-এ ভিক্সের আঁকা হজরত মহঃম্মদের একটি কার্টুন ঘিরে তোলপাড়া শুরু হয়। এদিন ওই বিতর্কসভায় আচমকাই ঢুকে পড়ে দুই বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুজন। বাধা দিতে গেলে আহত হন তিন পুলিস কর্মী।বন্দুকবাজের পাল্টা গুলিতে  মারা যান এক ব্যক্তি। 

.