ব্রিটেনের সাধারণ নির্বাচনে রেকর্ড জয়ের পথে কনজারভেটিভ পার্টি

বুথ ফেরত সমীক্ষা অনুসারে ৩৬২টি আসন পেতে চলেছে কনজারভেটিভ পার্টি। বিরোধী লেবার পার্টি পেতে চলেছে ১৯৯টি আসন। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি পেতে পারে ৫২টি আসন। সমীক্ষা বাস্তব হলে ১৯৮৭ সালের পর এটি হবে কনজারভেটিভ পার্টির সব থেকে বড় জয়। 

Updated By: Dec 13, 2019, 11:43 AM IST
ব্রিটেনের সাধারণ নির্বাচনে রেকর্ড জয়ের পথে কনজারভেটিভ পার্টি

নিজস্ব প্রতিবেদন: ব্রিটেনের সাধারণ নির্বাচনে বড় জয়ের পথে কনজারভেটিভ পার্টি। বুথ ফেরত সমীক্ষা অনুসারে হত নির্বাচনের থেকে অন্তত ৪৪ আসন বেশি পেতে চলেছে তারা। 

বুথ ফেরত সমীক্ষা অনুসারে ৩৬২টি আসন পেতে চলেছে কনজারভেটিভ পার্টি। বিরোধী লেবার পার্টি পেতে চলেছে ১৯৯টি আসন। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি পেতে পারে ৫২টি আসন। সমীক্ষা বাস্তব হলে ১৯৮৭ সালের পর এটি হবে কনজারভেটিভ পার্টির সব থেকে বড় জয়। ১৯৩৫ সালের পর প্রথম এত খারাপ ফল করল লেবার পার্টি। এমনকী নিজেদের একাধিক দুর্গে হেরেছে লেবাররা। 

অসমে CAB বিক্ষোভে সরল বৈঠকস্থল, ভারত সফর বাতিল করতে পারেন শিনজো আবে

বুথ ফেরত সমীক্ষা সত্যি হলে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ব্রেক্সিট বাস্তবায়নের পথে নির্ণায়ক পদক্ষেপ করতে পারবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই ফল বরিস জনসনের নেতৃত্বে ব্রিটিশ গণরাজ্যের ইউরোপিয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

.