কলোরাডোয় বিধ্বংসী দাবানলের গ্রাসে প্রায় ৫ হাজার হেক্টর বনাঞ্চল
কলোরাডোয় বিধ্বংসী দাবানল। আগুনের গ্রাসে প্রায় ৫ হাজার হেক্টর বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। আকাশ থেকে ছড়ানো হচ্ছে জল। সম্ভবত বাজ পড়েই দাবানল। দাবি দমকল অফিসারদের।
ওয়েব ডেস্ক: কলোরাডোয় বিধ্বংসী দাবানল। আগুনের গ্রাসে প্রায় ৫ হাজার হেক্টর বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। আকাশ থেকে ছড়ানো হচ্ছে জল। সম্ভবত বাজ পড়েই দাবানল। দাবি দমকল অফিসারদের।
আরও পড়ুন গ্রেফতার আইসিস জঙ্গিদের সূত্র সন্ধানে হায়দরাবাদের মুঘলপুরায় সাইবার ক্যাফেতে তল্লাসি NIA-এর
কলোরাডো স্প্রিং থেকে ৮০ মাইল দূরে অবস্থিত হেয়ডেন পাস। বিগত কয়েকদিন ধরে বিধ্বংসী আগুনের গ্রাসে গোটা এলাকা। প্রবল ঝড়ে আগুন ক্রমশ ছড়াচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়ে আগুনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। জঙ্গলের মধ্যে ঢুকে তো বটেই। আকাশ থেকেও বিমানের সাহায্যে ছড়ানো হচ্ছে জল। যদিও তাতেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল। ফলে কলোরাডো স্প্রিংয়ের বেশ কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম, সব বন্ধ!
(আগুন নিয়ন্ত্রণে আমাদের কাছে প্রধান সমস্যা হল এলাকাটি প্রচণ্ড চড়াই এবং দুর্গম। আমরা ওই এলাকার মানুষজনদের অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছি কারণ আমরা কোনওরকম ঝুঁকি নিতে চাই না। রাতভর আমরা কাজ করছি। দাবানল এত দ্রুত ছড়াচ্ছে যে আমাদের খুব সজাগ তাকতে হচ্ছে। আমরা বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। আমরা চেষ্টা করছি ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা কমানো যায়)
কতদিনের মধ্যে দাবানল পুরোপুরি নিয়ন্ত্রমে আসবে, তা অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি দমকল অফিসাররা।