ভালবাসার বড়দিনে

সারাবছর জুড়েই থাকে কিছু অপ্রত্যাশিত পাওয়া। ভাবছেন আদ্যপান্ত সাদামাঠা একটা বছরে অপ্রত্যাশিত আবার কী পেলেন? আসলে প্রতিদিনই আমরা পেয়ে থাকি এমন কিছু যা না থাকলে হয়তো সেদিনটাই সম্পূর্ণ হত না, বা হয়ত জীবনের বৃত্তটাই থেকে যেত অপূর্ণ। রোজই মা, বাবা, স্বামী, স্ত্রী, ভাইবোন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা অনেক সময় কেউ না হয়েও অনেকেই আমাদের জন্য করে থাকেন এমন অনেককিছু যা আমরা প্রাপ্তির অধিকার হিসেবেই ধরে নিয়ে থাকি। একবার ভাবুনতো এই মানুষগুলো না থাকলে কেমন হত আপনার জীবনটা? আপনার সঙ্গেই প্রতিদিন এই শহরে জীবনযাপন করেন এমন অনেক মানুষ যাদের কাছে আপনার জীবন অপ্রত্যাশিত। আর আপনি সেই জীবনেই প্রতিদিন বেঁচে চলেছেন সহজাত প্রত্যাশায়, দাবিতে। তাই তাদের জন্যই থাক আপনার বড়দিন।

Updated By: Dec 19, 2013, 11:34 AM IST

সারাবছর জুড়েই থাকে কিছু অপ্রত্যাশিত পাওয়া। ভাবছেন আদ্যপান্ত সাদামাঠা একটা বছরে অপ্রত্যাশিত আবার কী পেলেন? আসলে প্রতিদিনই আমরা পেয়ে থাকি এমন কিছু যা না থাকলে হয়তো সেদিনটাই সম্পূর্ণ হত না, বা হয়ত জীবনের বৃত্তটাই থেকে যেত অপূর্ণ। রোজই মা, বাবা, স্বামী, স্ত্রী, ভাইবোন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা অনেক সময় কেউ না হয়েও অনেকেই আমাদের জন্য করে থাকেন এমন অনেককিছু যা আমরা প্রাপ্তির অধিকার হিসেবেই ধরে নিয়ে থাকি। একবার ভাবুনতো এই মানুষগুলো না থাকলে কেমন হত আপনার জীবনটা? আপনার সঙ্গেই প্রতিদিন এই শহরে জীবনযাপন করেন এমন অনেক মানুষ যাদের কাছে আপনার জীবন অপ্রত্যাশিত। আর আপনি সেই জীবনেই প্রতিদিন বেঁচে চলেছেন সহজাত প্রত্যাশায়, দাবিতে। তাই তাদের জন্যই থাক আপনার বড়দিন।

তুচ্ছ ভুল বোঝাবুঝির জেরে জীবনে অনেক সময়ই এমন মানুষের বন্ধুত্ব আমরা হারাই যাদের ছাড়া হয়তো একসময় একটা দিনও কাটত না। এমনই কাউকে ফোন করে সরি বলে বড়দিনে মিটিয়ে নিতে পারেন ভুল বোঝাবোঝি। ভাবছেন নিজে থেকে কেন বলবেন? আসলে এই বড়দিনটাকেই মনে করতে পারেন আপনার ইগো বিসর্জনের দিন। দেখবেন সম্পর্কের উষ্ণতার কাছে কিছুই ছিল না এতদিনের অভিমান। দিনের শেষে দিনটাকে সত্যিই বড় মনে হবে।

ছোটবেলায় আমাদের বড় হয়ে ওঠার সঙ্গী থাকেন অনেকে। কৈশোরের দিনগুলোতেও মা, বাবার চোখরাঙানি, বকুনির হাত থেকে এরাই বাঁচান আমাদের। সময়ের অভাবে, ব্যস্ততায় সেইসব বৃদ্ধ মানুষরা এখন আমাদের জীবন থেকে হারিয়ে গেছেন। বার্ধক্য, একাকিত্বে কোনওমতে দিনগুলো কাটাচ্ছেন হয়তো। সময় করে চলে যান তাদের কাছে। অন্তত একটা ফোন করতে পারেন ফিরে যান শৈশবে, কৈশোরে। দেখবেন বছরের ক্লান্তি উধাও হয়ে যাবে তাদের অকৃত্রিম হাসি আর ভালবাসার ছোঁয়ায়। আসলে এইসব মানুষরাই আমাদের ভালবেসেছেন নিঃস্বার্থ ভাবে। তাই আপনার বড়দিনটা এবছর না হয় উপহার দিন তাদেরই। কারণ, যখনই জীবনে পথ কঠিন হয়েছে, এই মানুষগুলোই বাড়িয়ে দিয়েছে ভালবাসার হাত।

.