সিপেক প্রকল্পে কর্মরত চিনা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ পাক পুলিসের
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, খানেওয়ালে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে কর্মরত চিনা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিবাদ বাধে স্থানীয় পাক পুলিসের
নিজস্ব প্রতিবেদন: পুলিসের সঙ্গে চিনা শ্রমিকদের হাতাহাতিতে সরগরম পাকিস্তানের পঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলা।
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, খানেওয়ালে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে কর্মরত চিনা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিবাদ বাধে স্থানীয় পাক পুলিসের। এই ঘটনায় পাক পুলিস জানিয়েছে, ক্যাম্প থেকে নিরাপত্তা রক্ষী ছাড়াই বাইরে বেরতে চেয়েছিলেন চিনা ইঞ্জিনিয়াররা। নিয়মবিরুদ্ধ কাজের জন্য তাঁদেরকে বাধা দেয় পাক পুলিস। এরপর তাঁরা চড়াও হন পুলিসের উপর।
আরও পড়ুন- বিপাকে পাক, রাষ্ট্রসংঘের প্রকাশিত জঙ্গি তালিকায় প্রথমেই পাকিস্তান
পাক পুলিসের অভিযোগ, পুলিসের সঙ্গে অভব্য আচরণ করেন ওই ইঞ্জিনিয়াররা। ঝেমেলা আয়ত্তের বাইরে যেতেই সেখানে উপস্থিত হন কবিরাওয়ালার অ্যাসিস্টেন্ট কমিশনার এবং ডেপুটি সুপারিডেন্ট। কিন্তু তাঁদের সঙ্গেও সমঝোতা করতে রাজি হননি তাঁরা বলে অভিযোগ। ফলে এখনও উত্তেজনা রয়েছে খানেওয়াল জেলায়।
আরও পড়ুন- এ বার ১৩০০ চিনা পণ্যে শুল্ক চাপাচ্ছে ট্রাম্প প্রশাসন
প্রসঙ্গত, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের জন্য ফয়সলাবাদ এবং মুলতানে কাজ করছিলেন ওই চিনা ইঞ্জিনিয়াররা।
আরও পড়ুন- ইউটিউবের সদর দফতরে বন্দুকধারী মহিলার হামলা, মারাত্মক জখম ৪