চিনে জাহাজডুবি: মৃতের সংখ্যা ৩৩১ ছুঁল

চিনে ইয়াংসিকিয়াং নদীতে জাহাজ ডুবির ঘটনায় অন্তত ৩৩১জন প্রাণ হারিয়েছেন বলে জানাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Updated By: Jun 6, 2015, 12:50 PM IST
চিনে জাহাজডুবি: মৃতের সংখ্যা ৩৩১ ছুঁল

ওয়েব ডেস্ক: চিনে ইয়াংসিকিয়াং নদীতে জাহাজ ডুবির ঘটনায় অন্তত ৩৩১জন প্রাণ হারিয়েছেন বলে জানাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধারকারী দল সূত্রে খবর ওই জাহাজের ৪৫৬ জনের মধ্যে মাত্র ১৪ জনকে উদ্ধার করা গেছে। ১১১ জনের কোনও হদিশই এখনও পর্যন্ত জানা যায়নি।

দ্য ইস্টার্ন স্টার ক্রুজ ৪৫৬জনকে ইয়াংসিকিয়াং নদীতে ভেসেছিল। নদীর বুকেই ১১দিনের লম্বা সফরের পরিকল্পনা ছিল। চলতি সপ্তাহের সোমবার (১ জুন) রাতে জিনালিতে একটি ভয়াবহ টর্নেডোর মুখমুখি হয় জাহাজটি। মাত্র দু'মিনিটেই ইয়াংসিকিয়াংয়ে তলিয়ে যায় স্টার ক্রুজ।

সাড়ে ৩ হাজার সৈন্য, ১,৭০০ প্যারামিলিটারি সেনা ১৪৯টি নৌ যান, একটি হেলিকপ্টার ও ৫৯টি মেশিন সহ উদ্ধারকার্যে লিপ্ত হন।

শুক্রবার জাহাজটির একাংশ জলের বুকে ভাসতে দেখা যায়। সেটির সূত্র ধরে মৃতদের হদিশ পাওয়া গেছে।

 

.