বরফের চাদরে শীতঘুমে চিন
Updated By: Feb 2, 2015, 09:10 AM IST
বরফে বেহাল উত্তর-পশ্চিম চিনের বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত থেকে হিউনান প্রদেশে চলছে তুসারপাত। রাস্তা বরফে ঢাকা। ফলে যান চলাচল পুরোপুরি বিপর্যস্ত।
পারদ হিমাঙ্কের অনেক নিচে নেমে গিয়েছে। বহু পরিবার বাড়ি ছেড়ে ওয়ার্মিং সেন্টারে আশ্রয় নিয়েছেন। ফেংহুয়াং প্রদেশেও লাগাতার তুসারপাত চলছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক সড়ক। লংশাং কাউন্টিতে ছ-ঘণ্টা ধরে বরফ বৃষ্টিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় কমে যায় গাড়ির গতি।
বন্ধ রয়েছে স্কুল, কলেজও। তবে তুষারপাতে জীবনযাত্রা বিপর্যস্ত হলেও কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে প্রকৃতির নৈস্বর্গিক শোভা উপভোগ করতে পর্যটকদের ভিড় বাড়ছে বরফে ঢাকা তিয়ানমেন পর্বতের কোলে।