গোরিলার খাঁচায় শিশু, বাঁচাতে খুন করা হল প্রাণীটিকে

বাবা মায়ের সঙ্গে চিড়িয়াখানায় এসেছিল শিশুটি। হঠাত্‍ই সে গোরিলার খাঁচায় পড়ে যায়। মুহূর্তের মধ্যে একটি গোরিলা শিশুটিকে টেনে নিয়ে যায় তার সঙ্গে। বেগতিক দেখে শিশুটির প্রাণ বাঁচাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ গোরিলাটিকে অবশেষে গুলি করে মারে। আমেরিকার ওহিও শহরের সিনসিনাটির একটি চিড়িয়াখানায় ঘটনাটি ঘটেছে।

Updated By: May 29, 2016, 04:49 PM IST
গোরিলার খাঁচায় শিশু, বাঁচাতে খুন করা হল প্রাণীটিকে

ওয়েব ডেক্স : বাবা মায়ের সঙ্গে চিড়িয়াখানায় এসেছিল শিশুটি। হঠাত্‍ই সে গোরিলার খাঁচায় পড়ে যায়। মুহূর্তের মধ্যে একটি গোরিলা শিশুটিকে টেনে নিয়ে যায় তার সঙ্গে। বেগতিক দেখে শিশুটির প্রাণ বাঁচাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ গোরিলাটিকে অবশেষে গুলি করে মারে। আমেরিকার ওহিও শহরের সিনসিনাটির একটি চিড়িয়াখানায় ঘটনাটি ঘটেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে গোরিলাটির নাম হারাম্বে। ১৮১ কিলোগ্রামের এই আফ্রিকান গোরিলাটিকে প্রজননের কারণে টেক্সাসের চিড়িয়াখানা থেকে দু’বছর আগে সিনসিনাটি চিড়িয়াখানায় আনা হয়। গোরিলারা বিপন্ন প্রাণী হিসেবে ইতিমধ্যেই স্বীকৃত। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কীভাবে গোরিলাটিকে খুন করা হল। প্রশ্ন আরও উঠছে তাকে না মেরে কোনও ভাবে শিশুটিকে বাঁচানো যেত না?

.