সন্তানের জন্ম দিয়েই মৃত্যু হল কানাডার "ব্রেন ডেথ` মায়ের

ডিসেম্বর মাসেই মস্তিষ্কের মৃত্যু ঘটেছিল মায়ের। ৬ সপ্তাহ ধরে গর্ভস্থ সন্তানের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল তাঁকে। অবশেষে পুত্র সন্তানের জন্ম দিয়েই পৃথিবীকে বিদায় জানালেন ৩২ বছরের কানাডিয়ান রবিন বেনসন।

Updated By: Feb 12, 2014, 09:27 PM IST

ডিসেম্বর মাসেই মস্তিষ্কের মৃত্যু ঘটেছিল মায়ের। ৬ সপ্তাহ ধরে গর্ভস্থ সন্তানের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল তাঁকে। অবশেষে পুত্র সন্তানের জন্ম দিয়েই পৃথিবীকে বিদায় জানালেন ৩২ বছরের কানাডিয়ান রবিন বেনসন।

বাইশ সপ্তাহের গর্ভাবস্থায় হঠাত্ই সেরিব্রাল হ্যামারেজ হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় রবিনের। ব্রিটিশ কলম্বিয়া ভিক্টোরিয়ার চিকিত্সকরা তখনই ঘোষনা করেন তাণ মস্তিষ্কের মৃত্যু হয়েছে। তাঁর স্বামীর অনুরোধে তাঁকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখেন চিকিত্সকরা। শনিবার মাত্র ৭ মাসে জন্ম হয় গর্ভস্থ সন্তানের। বাবা হওয়ার পর সোমবার ডিলান বেনসন নিজের ব্লগে লেখেন, খুব কষ্টের সঙ্গে হলেও গর্বের সঙ্গে জানাচ্ছি শনিবার সন্ধবেলা আমার ছেলে ইভার বেনসনের জন্ম হয়েছে। ইভার সুস্থ, সুন্দর ও আমার জীবনে সবথেকে মূল্যবান মানুষ।

কিন্তু সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই নিজের স্ত্রীকে বিদায় জানাতে হয়েছে ডিলানকে। শনিবার সন্তান জন্ম দেওয়ার পরই রবিবার তাঁকে জীবনদায়ী ব্যবস্থা থেকে মুক্ত করেন চিকিত্সকরা। ডিলান লিখেছেন, রবিনের স্মৃতি আমার হৃদয় জুড়ে রয়েছে। আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ওর সাহস আমাকে সত্যিই অনুপ্রাণিত করে। রবিনকে আমি চিনতাম ভেবেই আমার নিজেকে ভাগ্যবান মনে হয়। ইভারের মধ্যে দিয়ে ও সবসময় জীবিত থাকবে। আমার জীবনে সবথেকে দুঃখের ও সবথেকে আনন্দের ঘটনা একসঙ্গে ঘটল।

ছবি সৌজন্যে: misterbenson.com

.