বুর্জ খলিফার আলোর রোশনাই মাতিয়ে দিল দুনিয়াকে

নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশের বড় শহরদের মধ্যে রীতিমতো টক্কর চলে। সিডনি বলে আমায় দেখ, তো প্যারিস বলে আমায় দেখ। লন্ডন বলে আমায় দেখ তো ওয়াশিংটন বলে আমায় দেখ। ঠিক তেমনভাবেই বিশ্বের সবথেকে বড় বাড়িগুলোতেও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য থাকে একে অপরকে ছাপিয়ে যাও। এই মুহূর্তে বিশ্বের সবথেকে উঁচু বাড়ি, বুর্জ খলিফা। প্রত্যেক নতুন বছরকেই আপন করে নেওয়ায় বুর্জ খলিফার জবাব নেই। আলোর রোশনাই যখন অত উচ্চতায় ওঠানামা করে, তখন যে পৃথিবীর অষ্টমাশ্চার্য সৃষ্টি হয়। আর তা দেখার জন্য গোটা বিশ্ব থেকে ভিড় জমায় হাজার-হাজার পর্যটক। এবার কেমনভাবে স্বাগত জানালো নতুন বছরকে বুর্জ খালিফা? দেখে নিন এক ঝলকে।

Updated By: Jan 4, 2016, 02:47 PM IST
 বুর্জ খলিফার আলোর রোশনাই মাতিয়ে দিল দুনিয়াকে

ওয়েব ডেস্ক: নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশের বড় শহরদের মধ্যে রীতিমতো টক্কর চলে। সিডনি বলে আমায় দেখ, তো প্যারিস বলে আমায় দেখ। লন্ডন বলে আমায় দেখ তো ওয়াশিংটন বলে আমায় দেখ। ঠিক তেমনভাবেই বিশ্বের সবথেকে বড় বাড়িগুলোতেও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য থাকে একে অপরকে ছাপিয়ে যাও। এই মুহূর্তে বিশ্বের সবথেকে উঁচু বাড়ি, বুর্জ খলিফা। প্রত্যেক নতুন বছরকেই আপন করে নেওয়ায় বুর্জ খলিফার জবাব নেই। আলোর রোশনাই যখন অত উচ্চতায় ওঠানামা করে, তখন যে পৃথিবীর অষ্টমাশ্চার্য সৃষ্টি হয়। আর তা দেখার জন্য গোটা বিশ্ব থেকে ভিড় জমায় হাজার-হাজার পর্যটক। এবার কেমনভাবে স্বাগত জানালো নতুন বছরকে বুর্জ খালিফা? দেখে নিন এক ঝলকে।

 

.