ইটিদের খোঁজে `বিপ্লব` আনল ব্রিটেন
পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান চলছে অনেক আগে থেকেই। এবার সেই ইটিদের খোঁজে `বিপ্লব` আনল গ্রেট ব্রিটেন। ইটিদের খোঁজে এসএইটিআই (SETI) নামের আস্ত একটা নেটওয়ার্ক খুলে ফেলল তারা। ইটির খোঁজে থাকা দেশজুড়ে ১১টা গবেষণা সংস্থাকে এক ছাতার তলায় এনে তেনাদের খোঁজে মহাঅভিযান শুরু করছে গ্রেট ব্রিটেন।
পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান চলছে অনেক আগে থেকেই। এবার সেই ইটিদের খোঁজে `বিপ্লব` আনল গ্রেট ব্রিটেন। ইটিদের খোঁজে এসএইটিআই (SETI) নামের আস্ত একটা নেটওয়ার্ক খুলে ফেলল তারা। ইটির খোঁজে থাকা দেশজুড়ে ১১টা গবেষণা সংস্থাকে এক ছাতার তলায় এনে তেনাদের খোঁজে মহাঅভিযান শুরু করছে গ্রেট ব্রিটেন।
ক বছর ধরেই প্রাণপাত পরিশ্রম করে ভিন গ্রহে প্রাণীদের অস্তিত্ব নিয়ে গবেষণা চলছে। সেইসব গবেষকদের মধ্যে অনেকের দাবি তুলেছিলেন আরও ভাল পরিকাঠামো করা গেলে ভিন গ্রহে প্রাণের সন্ধান মিলবেই। সেই দাবি মেনেই খোলা হল নতুন নেটওয়ার্ক।
`কোই মিল গ্যায়া`, কিংবা `ইটি`র সিনেমার কথা মনে আছে তো! মানুষের সঙ্কেত বুঝে পৃথিবীতে এসে চমকে দিয়েছিল ভিনগ্রহের অদ্ভুত দর্শন প্রাণীরা। সেই চমকের অপেক্ষায় এখন বিশ্ব।