রাজপরিবারের নবাগত অতিথিকে স্বাগত জাগতে লন্ডনের গোলাপি সাজ

Updated By: May 3, 2015, 11:33 AM IST
রাজপরিবারের নবাগত অতিথিকে স্বাগত জাগতে লন্ডনের গোলাপি সাজ

 

ওয়েব ডেস্ক: ১৯৫০ সালের পর ব্রিটিনের প্রথম রানির জন্মদিনে গোলাপি রঙে সেজে অভিবাদন জানাল লন্ডন। টাওয়ার ব্রিজ থেকে গোল্ডেন জুবলি ব্রিজ, লন্ডন আই। লন্ডনের সবকিছুই গোলাপি আলোয় ভেসে গেল রাজপরিবারের নচুন অতিথিকে স্বাগত জানাতে।  গোটা লন্ডন এখন গোলাপি আলোয় ভাসছে। নতুন অতিথিকে ছবিতে একবার দেখতে গোটা দেশে হুড়হুড়ি পড়ে গিয়েছে।

সদ্য জন্ম নেওয়া শিশুটি ব্রিটিশ রাজ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকার। লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের লিন্দো উইংয়ে কেট সন্তানের জন্ম দেন। এই একই হাসপাতালে কেটের প্রথম সন্তান প্রিন্স জর্জেরও জন্ম হয়েছিল। এছাড়া প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিরও জন্ম হয়েছিল।

গতকাল লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে কন্যা সন্তানের জন্ম দেন ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন।। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। কেনসিংটন প্যালেস এক টুইট বার্তায় একথা জানায়।

সদ্যজাত শিশুর নাম এখনও ঠিক করেনি রাজপরিবার। তবে নামের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে অ্যালিস ও শার্লট নাম দুটি।

 

Tags:
.