পাকিস্তান সন্ত্রাসের স্বর্গ রাজ্য নয়, ব্রিকস বিবৃতিকে বাতিল ঘোষণা করে জানাল ইসলামাবাদ
ওয়েব ডেস্ক: লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো পাকিস্তানি সন্ত্রাসবাদী শক্তিগুলি আঞ্চলিক ক্ষেত্রে সন্ত্রাস ছড়াচ্ছে, সোমবার জারি করা ব্রিকসের এই বিবৃতি আজ খারিজ করে দিল পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খুররাম দস্তাগির এ দিন জানিয়েছেন, পাকিস্তান কখনই সন্ত্রাসবাদী শক্তির নিরাপদ বিচরণভূমি নয়। পাক টিভি চ্যানেলে কোনও নির্দিষ্ট গোষ্ঠীর নাম না করে তাঁর সাফাই, "এই সব গোষ্ঠীগুলির পাকিস্তানের কোনও কোনও অংশে রয়েছে ঠিকই, কিন্তু তাদের নির্মূল করার চেষ্টা করছে পাক সরকার"। দেশের সংবাদ মাধ্যমকে এ কথা বললেও সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে খুররাম দস্তাগিরের দাবি, "পাকিস্তানকে সন্ত্রাসবাদী শক্তির স্বর্গরাজ্য হিসাবে উল্লেখ করে দেওয়া বিবৃতিকে নির্দিষ্টভাবে বাতিল বলে ঘোষণা করছে পাক সরকার"।
প্রসঙ্গত, গতকাল ব্রিকস বৈঠকের পর ৪৩ পাতার 'শিয়ামেন ডিক্লিয়ারেশন'-এ আঞ্চলিক ক্ষেত্রে তালিবান, আইসিস, আল কায়দা এবং এর অনুমোদিত ইস্টার্ন তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট, ইসলামিক মুভমেন্ট অফ উজবেকিস্তান, হাক্কানি নেটওয়ার্ক, লস্করে-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও হিজ উত-তেহরির মতো সন্তাসবাদী গোষ্ঠীর কার্যকলাপে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। বরাবর আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদে পাক মদতের বিষয়টিকে স্বীকার করতে চায়নি বেজিং। কিন্তু যে ব্রিকস গোষ্ঠীর অন্যতম সদস্য চিন, সেই বৈঠকের বিবৃতিতে পাক সন্ত্রাসবাদী শক্তিগুলিকে চিহ্নিত করা বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।