পাকিস্তানের বিরুদ্ধে বোমা ফাটালেন বালোচ নেতা ব্রাহুমডাগ বুগতি

ওয়েব ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে বোমা ফাটালেন বালোচ নেতা ব্রাহুমডাগ বুগতি। তাঁর সরাসরি অভিযোগ, পৃথক বালুচিস্তানের দাবিতে যারা আন্দোলনে অংশ নিচ্ছেন তাঁদের উপর তীব্র অত্যাচার চালাচ্ছে পাক সেনা বাহিনী।

আরও পড়ুন- ১৪৫ বছরেও দিব্যি বেঁচে ইনি

কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী দেশের সংসদে দাঁড়িয়ে বালুচিস্তান ইস্যুতে তীব্র নিন্দা করেছিলেন পাক সরকারকে। উল্লেখ্য,  নরেন্দ্র মোদীর এই 'বালোচ-বন্ধু' ভাবমূর্তিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে পালোচ নেতৃত্ব। তাঁদের উপর পাক সেনাদের অত্যাচারের মাত্রা বোঝাতে গিয়ে সুইত্জারল্যান্ডে বুগতি বলেছেন, " পাক সেনারা সুনামি হয়ে আছড়ে পড়ছে আন্দোলনকারীদের উপরে।"

এই বালোচ নেতা ভারতসহ বিশ্বের সব দেশের সাহায্য চেয়েছে পাকিস্তানের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে।

আরও পড়ুন- মিউজিয়ামে ভিয়েতনাম যুদ্ধের অস্ত্র

English Title: 
Brahumdagh Bugti attacks Pakistan at Switzarland
News Source: 
Home Title: 

পাকিস্তানের বিরুদ্ধে বোমা ফাটালেন বালোচ নেতা ব্রাহুমডাগ বুগতি

পাকিস্তানের বিরুদ্ধে বোমা ফাটালেন বালোচ নেতা ব্রাহুমডাগ বুগতি
Yes
Is Blog?: 
No