আইপ্যাড, আইফোনের জন্য কিডনি বিক্রি করল কিশোর

আইফোন ও আইপ্যাড কেনার জন্য নিজের কিডনি বিক্রি করল চিনের এক স্কুল ছাত্র। চিনের হুনান প্রদেশে ১৭ বছরের কিশোর ওয়াং-এর শখ হয়েছিল আইপ্যাড ও আইফোন কেনার। কিন্তু কোনও ভাবেই অর্থের সংস্থান হচ্ছিল না।

Updated By: Apr 7, 2012, 02:18 PM IST

আইফোন ও আইপ্যাড কেনার জন্য নিজের কিডনি বিক্রি করল চিনের এক স্কুল ছাত্র। চিনের হুনান প্রদেশে ১৭ বছরের কিশোর ওয়াং-এর শখ হয়েছিল আইপ্যাড ও আইফোন কেনার। কিন্তু কোনও ভাবেই অর্থের সংস্থান হচ্ছিল না।
শেষমেশ বাবা-মা`কে না জানিয়েই একটি অবৈধ অস্ত্রোপচারে নিজের কিডনি বিক্রি করে সে রোজগার করে ২২,০০০ ইউয়ান (৩,৫০০ ডলার)। এবং সেই টাকায় সে কেনে একটি আইফোন ও আইপ্যাড। চিনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই অবৈধ অস্ত্রোপচারের পরই ওয়াং-এর শারিরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। একটি কিডনিও ধীরে ধীরে কাজ করার ক্ষমতা হারাচ্ছে। কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত এক চিকিত্‍সক সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে হি ওয়েই নামে একজন দালালও রয়েছে।
পুলিস জানিয়েছে, ওয়েই নামে ব্যক্তিটিই ওয়াং`কে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল।

.