ঢাকা ভাগের প্রতিবাদে ধর্মঘটের ডাক বিএনপি`র
হাসিনা সরকারের ঢাকা ভাগের সিদ্ধান্ত ঘিরে ক্রমশই উত্বপ্ত হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতি। সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে আগামী ৪ ডিসেম্বর রাজধানী শহরে ধর্মঘটের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
হাসিনা সরকারের ঢাকা ভাগের সিদ্ধান্ত ঘিরে ক্রমশই উত্বপ্ত হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতি। সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে আগামী ৪ ডিসেম্বর রাজধানী শহরে ধর্মঘটের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
জাতীয় সংসদে আওয়ামী লিগের নেতৃত্বাধীন জোট সরকারের পাশ করানো নয়া সংশোধিত আইন অনুযায়ী, বর্তমান ঢাকা পুরসভাকে দু`ভাগে ভেঙে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে আলাদা দু`টি সিটি কর্পোরেশন গঠন করা হবে। আর আগামী ৯০ দিনের মধ্যে নবগঠিত কর্পোরেশন দু`টিতে নির্বাচন করা হবে। নয়া আইন বলবত্ হওয়ার ফলে ঢাকার বর্তমান মেয়র সাদেক হোসেন খোকা ও কাউন্সিলররা আর দায়িত্বে থাকবেন না। নির্বাচন না-হওয়া পর্যন্ত অনির্বাচিত ব্যক্তিরাই মেয়রের দায়িত্ব পালন করবেন।
আর গোল বেধেছে এখানেই। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি`র পাশাপাশি জামাতে ইসলামি, ইসলামি ঐক্য জোটের মতো বিরোধী দলগুলির তরফে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রচেষ্টাকে `অগণতান্ত্রিক` বলে চিহ্নিত করা হয়েছে।
পাশাপাশি, নয়া আইনে ৯০ দিনের মধ্যে ঢাকার নতুন দুটি সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠানের যে-কথা বলা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশের বিরোধী নেতৃত্ব। তাঁদের অভিযোগ, এত কম সময়সীমার জন্য নির্বাচন কমিশনের পক্ষে নতুন পরিকাঠামো গড়ে তুলে অবাধ নির্বাচনের ব্যবস্থা করা সম্ভবপর হবে না।
অন্য দিকে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) ভাগ করে সংসদে পাশ হওয়া আইনটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এদিন সরকারের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করেছে ঢাকা হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই নোটিশ জারি করে।