ন্যাটোর বিমান হানার প্রতিবাদে কঠোর অবস্থানে পাকিস্তান

সেনা ছাউনিতে নেটোর বিমান হানার প্রতিবাদে নিজেদের কঠোর অবস্থান থেকে সরছে না পাকিস্তান। আগামি এগারোই ডিসেম্বরের মধ্যে ন্যাটোর বাহিনীকে আফগান সীমান্ত সংলগ্ন শামসি এয়ারবেস খালি করার কথা আগেই জানিয়েছিল ইসলামাবাদ।

Updated By: Dec 1, 2011, 01:21 PM IST

সেনা ছাউনিতে ন্যাটোর বিমান হানার প্রতিবাদে নিজেদের কঠোর অবস্থান থেকে সরছে না পাকিস্তান। আগামি এগারোই ডিসেম্বরের মধ্যে ন্যাটোর বাহিনীকে আফগান সীমান্ত সংলগ্ন শামসি এয়ারবেস খালি করার কথা আগেই জানিয়েছিল ইসলামাবাদ। বুধবার করাচিতে একথা ফের জানালেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ইতিমধ্যেই ন্যাটোর হানার প্রতিবাদে করাচি, লাহোর, ইসলামাবাদ সহ একাধিক শহরে পথে নেমেছেন সাধারণ মানুষ। মার্কিনবিরোধী স্লোগান থেকে শুরু করে আমেরিকার জাতীয় পতাকা পোড়ানো সবই চলছে প্রকাশ্যে। ঘটনার প্রতিবাদে আগামী সপ্তাহে জার্মানির বনে আফগানিস্থানের উন্নয়ন নিয়ে এক আলোচনা সভায় পাকিস্তান যোগ দেবে না বলেও জানিয়েছে ইসলামাবাদ

.