বাগদাদে জঙ্গিহানায় মৃত্যু হল ৭০ জনের

ব্রাসেলস বিস্ফোরণের ক্ষত এখনও তাজা। কাটেনি সপ্তাহ খানেকও। এর মধ্যেই জঙ্গি নিশানায় ফের রক্তাক্ত বাগদাদ। আত্মঘাতী জঙ্গি হানায় মৃত্যু হল ৩০ জনের। আহত ৭০ জনেরও বেশি। হামলার দায় স্বীকার করেছে আইসিস। বাগদাদের দক্ষিণে ইসকানদাড়িয়া শহরে একটি পার্কের মধ্যে বিস্ফোরণ হয়। তার আগে স্থানীয় দুই দলের মধ্যে ফুটবল খেলা চলছিল পার্কে। ম্যাচ শেষ হওয়ার পর, পুরস্কার বিতরণের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। মৃতদের মধ্যে রয়েছেন শহরের মেয়রও।  এর আগে ৬ মার্চ বাগদাদে একটি বিস্ফোরক ভর্তি ট্রাকে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সেখানেও মৃত্যু ঘটে ৪৭ জনেরও বেশি মানুষের।

Updated By: Mar 26, 2016, 10:11 AM IST
বাগদাদে জঙ্গিহানায় মৃত্যু হল ৭০ জনের

ওয়েব ডেস্ক: ব্রাসেলস বিস্ফোরণের ক্ষত এখনও তাজা। কাটেনি সপ্তাহ খানেকও। এর মধ্যেই জঙ্গি নিশানায় ফের রক্তাক্ত বাগদাদ। আত্মঘাতী জঙ্গি হানায় মৃত্যু হল ৩০ জনের। আহত ৭০ জনেরও বেশি। হামলার দায় স্বীকার করেছে আইসিস। বাগদাদের দক্ষিণে ইসকানদাড়িয়া শহরে একটি পার্কের মধ্যে বিস্ফোরণ হয়। তার আগে স্থানীয় দুই দলের মধ্যে ফুটবল খেলা চলছিল পার্কে। ম্যাচ শেষ হওয়ার পর, পুরস্কার বিতরণের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। মৃতদের মধ্যে রয়েছেন শহরের মেয়রও।  এর আগে ৬ মার্চ বাগদাদে একটি বিস্ফোরক ভর্তি ট্রাকে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সেখানেও মৃত্যু ঘটে ৪৭ জনেরও বেশি মানুষের।

.