মৌমাছিকে দিয়ে ফুটবল খেলালেন লন্ডনের গবেষকরা, দেখেছেন কি?

Updated By: Sep 1, 2017, 07:49 PM IST
মৌমাছিকে দিয়ে ফুটবল খেলালেন লন্ডনের গবেষকরা, দেখেছেন কি?

ওয়েব ডেস্ক: ফুটবলের ময়দানে টিকিট কেটে তাবড় তাবড় খেলোয়ারদের খেলা তো ‌ দেখতে যান।  কখনও মৌমাছির ফুটবল খেলা দেখার সু‌যোগ হয়েছে? হয়নি তো। হ্যাঁ, মৌমাছিও মানুষের মত ফুটবল খেলে। তারাও গোল করতে পারে।  মানে, লন্ডনের  কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের  কিছু গবেষক তো এমনটাই দাবি করছেন। বোঝ কাণ্ড…

এই গবেষকদের কথা মত, মৌমাছিকেও কিছু বোঝানোর ইঙ্গিত করলে তারা বোঝে। গবেষকরা এই বিষয়টি প্রমাণ করার জন্য পুচকে একটা হলুদ বল নিয়ে মৌমাছিটিকে গোল করা শিখিয়েছেন।  আর ‌ ‌যতবার মৌমাছি খেলায় সফল হয়েছে তখন তাকে মিষ্টি‌যুক্ত পানীয় দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

এমনকি ভিডিওতে দেখা ‌যাচ্ছে, কিছু কিছু মৌমাছিকে শেখানোরও দরকার হচ্ছে না। তারা একবার দেখেই কাজটা করে ফেলছে। বিভিন্ন ভাবে মৌমাছিদের বল খেলার পরীক্ষার মধ্যে ফেলা হয়েছে। তারা ‌যা দেখছে সেটাই অনুকরণ করছে। এবং ক্রমাগত তাদের এই অনুকরণ আরও নিখুঁত হয়েছে। বিজ্ঞানী লার্স চিট্টাক্কারের নেতৃত্বে এই গবেষণার কাজ চলেছে। নিজেই দেখুন…

আরও পড়ুন- গাধা পিটিয়ে তো হয় না, তবে গরু পিটিয়ে ঘোড়া হয়, জানতেন কি?

.