'উন্নয়নশীল' হল বাংলাদেশ

২০১৮ সালে বাংলাদেশকে 'উন্নয়নশীল' দেশের তালিকায় পৌঁছনোর উপযোগী বলে ঘোষণা করেছিল রাষ্ট্রপুঞ্জ।

Updated By: Feb 28, 2021, 05:11 PM IST
'উন্নয়নশীল' হল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ বেশ কিছু ক্ষেত্রেই প্রতিবেশীদেশের নজর কেড়েছে। ভাষা-সাহিত্য-সংস্কৃতিতে তার অর্জন রীতিমতো ঈর্ষণীয়। দেশটি নানা ক্ষেত্রেই উন্নতির পথে ছিল। সেটাই প্রমাণিত হল রাষ্ট্রপুঞ্জের এই সাম্প্রতিক অভিধায়। 'স্বল্পোন্নত' দেশ থেকে 'উন্নয়নশীল' দেশে উন্নীত হল।

রাষ্ট্রপুঞ্জের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (United Nations Committee for Development Policy) ২০১৮ সালে বাংলাদেশকে (Bangladesh) 'উন্নয়নশীল' দেশের তালিকায় পৌঁছনোর উপযোগী বলে ঘোষণা করেছিল। নিয়ম হল, পরের তিন বছর উন্নয়নের মানদণ্ড ধরে রাখতে পারলে চূড়ান্ত সুপারিশ আসবে। বাংলাদেশ শুক্রবার এই সুপারিশ পেয়েছে বলে শনিবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জানান শেখ হাসিনা।

আরও পড়ুন: আপনার কাজকে অনুসরণ করা উচিত অন্য দেশগুলির, Modi-র প্রশংসায় WHO প্রধান

রাষ্ট্রপুঞ্জের (un) তালিকায় স্বল্পোন্নত দেশ (Least Developed Country) থেকে উন্নয়নশীল (developing) দেশে উত্তরণ ঘটল বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে এই অর্জনের কৃতিত্ব বাংলাদেশের জনগণেরই।

আরও পড়ুন: কারাগারে মৃত্যু বাংলাদেশি লেখকের

.