Bangladesh Teacher Rapes Student: বাড়িতে পড়তে ডেকে 'কুকীর্তি', শিক্ষকের লালসার 'শিকার' ছাত্র

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রটি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। 

Updated By: May 12, 2022, 05:17 PM IST
Bangladesh Teacher Rapes Student: বাড়িতে পড়তে ডেকে 'কুকীর্তি', শিক্ষকের লালসার 'শিকার' ছাত্র
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: এক গৃহশিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রটি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। 

ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের মৌলভিবাজারের কুলাউড়া এলাকায়। জানা গিয়েছে, ছাত্রটি ষষ্ঠ শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মঙ্গলবারও ওই শিক্ষকের কাছে পড়তে গিয়েছিল। সে ছাড়াও, আরও পাঁচজন পড়তে গিয়েছিল। অভিযোগ, বাকি পড়ুয়াদের ছেড়ে দিলেও, ছলনা করে ওই ছাত্রটিকে বাড়িতে রেখে দেয় সে। এরপর ইটভাটায় নিয়ে গিয়ে ছাত্রটিকে ধর্ষণ করে।

নাবালকের পরিবারের দাবি, রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি। এরপর পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলে। ওই দিন রাতেই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিসে অভিয়োগ দায়ের করে পরিবার। পুলিস সূত্রে খবর, ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক। তাঁর খোঁজ চলছে।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.