ফের উত্তাল বাংলাদেশ, জামাতি এ ইসলামিকে নিষিদ্ধ করার দাবি তুলল গণজাগরণ মঞ্চ

বাংলাদেশের রাজপথে আবার বিক্ষোভ-বারুদের গন্ধ। জামাত এ ইসলামিকে নিষিদ্ধ করার দাবিতে ফের বিক্ষোভে উত্তাল ঢাকা। গণজাগরণ মঞ্চের নেতৃত্বে এই দাবিকে সামনে রেখে শুক্রবার ঢাকার রাস্তায় বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। একাত্তরের গণহত্যায় অভিযুক্ত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিও তুলেছেন তাঁরা। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের আড়াল করার অভিযোগ তুলেছে গণজাগরণ মঞ্চ।

Updated By: Jun 8, 2014, 09:45 AM IST

বাংলাদেশের রাজপথে আবার বিক্ষোভ-বারুদের গন্ধ। জামাত এ ইসলামিকে নিষিদ্ধ করার দাবিতে ফের বিক্ষোভে উত্তাল ঢাকা। গণজাগরণ মঞ্চের নেতৃত্বে এই দাবিকে সামনে রেখে শুক্রবার ঢাকার রাস্তায় বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। একাত্তরের গণহত্যায় অভিযুক্ত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিও তুলেছেন তাঁরা। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের আড়াল করার অভিযোগ তুলেছে গণজাগরণ মঞ্চ।

বাংলাদেশে ক্রমশই জোরদার হচ্ছে জামাত এ ইসলামিকে নিষিদ্ধ করার দাবি। শুক্রবার এই দাবিতে ফের ঢাকার রাস্তায় বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যার ঘটনা ঘটেছিল তাতে সরাসরি যুক্ত ছিল জামাত এ ইসলামি। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জামাত এ ইসলামিকে আড়াল করার অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।

একই সঙ্গে একাত্তরের গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিও তুলেছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার ঢাকায় গণজাগরণ মঞ্চের নেতৃত্বে এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু মানুষ।

.