Bangladesh: বাংলাদেশে হিন্দু নির্যাতনের কথা কবুল করল ইউনূস সরকার, চাপে পড়ে গ্রেফতার ৭০

Bangladesh: সোমবার ঢাকা গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে কথা বলেন

Updated By: Dec 11, 2024, 01:40 PM IST
Bangladesh: বাংলাদেশে হিন্দু নির্যাতনের কথা কবুল করল ইউনূস সরকার, চাপে পড়ে গ্রেফতার ৭০

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের দাবি শেষপর্যন্ত গিলতে হল বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের  প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংখ্যালঘুদের উপরে বেশকিছু হামলার ঘটনা ঘটেছে। এনিয়ে মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট ৮৮টি হামলার মামলা হয়েছে। এই হিসেব অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন-দূতাবাসে হামলার বদলা, আগরতলা 'দখল' নিতে ঢাকা থেকে বের হল বিশাল মিছিল

শফিকুল  আলম আরও বলেন, অক্টোবরের পর যেসব মামলা হয়েছে তার তালিকা বুধবার নাগাদ পাওয়া যাবে। সেটির ওপর একটি বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে। মামলার সংখ্যাও দু-একটা বাড়তে পারে। কারণ, সুনামগঞ্জে একটি ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম, ঢাকার তুরাগ ও নরসিংদীতে ঘটনা ঘটেছে। সেগুলোর প্রতিটির তথ্য সাংবাদিকদের দেওয়া হবে।

প্রেস সচিব বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কাছ পাওয়া তথ্য অনুযায়ী মামলা হয়েছে ৬২টি এবং মামলায় গ্রেপ্তার হয়েছেন ৩৫ জন। আর পূজা মণ্ডপ ও উপাসনালয়কেন্দ্রিক সহিংসতায় পুলিশের কাছে সরাসরি রিপোর্ট অনুযায়ী মামলা হয়েছে ২৬টি এবং তাতে গ্রেপ্তার হয়েছেন ৩৫ জন। বাংলাদেশে যাঁরা এ ধরনের ন্যক্কারজনক কাজে জড়িত, তাঁদের সবাইকে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, সোমবার ঢাকা গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে কথা বলেন। বাংলাদশের পররাষ্ট্র উপদেষ্টা জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মিশ্রি বলেন, অত্যন্ত খোলামেলা, গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক চায়। আমরা সব সময়-অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব। যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ।

ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে দেওয়া এ বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তাদের ধর্মীয় স্থান ও সংস্কৃতির উপরে আঘাত হানার প্রতিবাদ করা হয়েছে ভারতের তরফে।

পররাষ্ট্র সচিব মিশ্রি বলেন, জসীম উদ্দিনের আমন্ত্রণে আমি ঢাকায় এসেছি। অত্যন্ত গুরত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মুহূর্তে আমি ঢাকায় এসেছি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এ বছর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরে আমাদের উভয় দেশের নেতৃবৃন্দের মধ্যে প্রথম কথা হয়েছে। তাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে। নিউইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। এই সফর তারই অংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.