'Hindu religious scriptures porn text': হিন্দুধর্মগ্রন্থের সব লেখাই পর্ন টেক্সট, ফেসবুক লাইভে বাংলাদেশের নেতার বিস্ফোরক অভিযোগ

 আগামী বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। জঙ্গি সংগঠন জামাত-ই-ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত প্রবল কট্টরপন্থীদের একটি দল হিন্দুদের বিরুদ্ধে সুর চড়িয়েছে। এই দলের বেশিরভাগই যুবক। হিন্দুদের লক্ষ্য করে আক্রমণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও প্রচার চালানো শুরু করেছে এই দুটি দল। 

Updated By: Jan 11, 2023, 04:17 PM IST
'Hindu religious scriptures porn text': হিন্দুধর্মগ্রন্থের সব লেখাই পর্ন টেক্সট, ফেসবুক লাইভে বাংলাদেশের নেতার বিস্ফোরক অভিযোগ
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। জঙ্গি সংগঠন জামাত-ই-ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত প্রবল কট্টরপন্থীদের একটি দল হিন্দুদের বিরুদ্ধে সুর চড়িয়েছে। এই দলের বেশিরভাগই যুবক। হিন্দুদের লক্ষ্য করে আক্রমণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও প্রচার চালানো শুরু করেছে এই দুটি দল। 

আরও পড়ুন, Golden Globe Awards 2023: 'তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না', গোল্ডেন গ্লোবের মঞ্চে দৃপ্ত ঘোষণা জেলেনস্কির

জঙ্গী সংগঠন জামাত-ই-ইসলামী সমর্থক নুরুল হক নুর অবশ্য নির্বাচনে অংশগ্রহণ না করেই সরকারকে উৎখাত করতে বিরোধী দলের বিরুদ্ধে এই নেতৃত্ব দিচ্ছেন বলে খবর। বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং নুরুল হক নুরের শীর্ষ সহযোগী তারেক রহমান একটি ফেসবুক লাইভ করেছেন। সেখানে তিনি বলেন যে, “হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কোনো নৈতিক শিক্ষা দেয় না। সব ধর্মীয় ধর্মগ্রন্থই আসলে একটি পর্ন স্ক্রিপ্ট।" হিন্দুদের প্রতি ঘৃণার বিষয়টিও প্রকাশ পেয়েছে তার লাইভে।

ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে বলতে শোনা যায় ১৯৭১ সালে পাকিস্তান থেকে এই দেশের জন্ম ঠেকানোর জন্য জামাত নেতারা হিন্দুদের "নিশ্চিহ্ন" করার চেষ্টাও করেছিল। ওয়াকিবহাল মহলের মতে নুরু খোলাখুলিভাবে নির্বাচনের মুখোমুখি না হয়ে ক্ষমতা অর্জনের উপায় হিসেবে 'রাজনৈতিক কারসাজি'র ওপর জোর দিয়েছেন। প্রসঙ্গত, সৌদি আরব থেকে এই ফেসবুক লাইভটি করেছিলেন নুরু। সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একাধিক এজেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি সেটিও জানান তিনি।

আরও পড়ুন, Golden Globe Awards 2023: যুদ্ধের দিনগুলিতে গান? ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির প্রাসাদের সামনে RRR-এর 'নাটু নাটু'র শ্যুট...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.