রোহিঙ্গাদের সিম কার্ড বিক্রি নিষিদ্ধ করল বাংলাদেশ

Updated By: Sep 24, 2017, 03:06 PM IST
রোহিঙ্গাদের সিম কার্ড বিক্রি নিষিদ্ধ করল বাংলাদেশ

ওয়েব ডেস্ক: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা মাথায় রেখে রোহিঙ্গা শরণার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার। রবিবার সেদেশের প্রশাসন সূত্রে এখবর জানানো হয়েছে।

বাংলাদেশের চারটি প্রধান মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের সিম বিক্রি করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। দিতে হবে মোটা জরিমানা। গত কয়েকমাসে মায়ানমার সীমান্ত দিয়ে প্রায় ৪.৩০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিতে নারাজ বাংলাদেশ। 

বাংলাদেশের টেলিকম দফতরের আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশে রোহিঙ্গারা মোবাইল ফোনের সিম কিনতে পারবেন না। দেশের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উপযুক্ত নথি ছাড়া সিম বিক্রি আগেই নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে। জঙ্গি সংগঠনগুলির বাড়বাড়ন্ত ঠেকাতে একাজ করা হয়েছে বলে দাবি সরকারের। বাংলাদেশ টেলিকম মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, শরণার্থীদের বায়োমেট্রিক পরিচয়পত্র দেওয়ার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।  

.