মৌলবাদী তাণ্ডবে রক্তাক্ত বাংলাদেশ, মৃত ১৫, ঢাকায় নিষিদ্ধ হল সমাবেশ

ফের উত্তাল বাংলাদেশ। গণজাগরণ মঞ্চের বিরোধিতায় কট্টরপন্থীদের বিক্ষোভের জেরে ঢাকায় ধ্বংসযজ্ঞ চলল। পুলিশ ও বিক্ষোভকারী সংঘর্ষে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত শতাধিক৷ আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও৷ অন্তত ১১ জন কর্তব্যরত সাংবাদিক মৌলবাদীদের হাতে বেদম মার খেয়ে রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ।

Updated By: May 6, 2013, 09:54 AM IST

ফের উত্তাল বাংলাদেশ। গণজাগরণ মঞ্চের বিরোধিতায় কট্টরপন্থীদের বিক্ষোভের জেরে ঢাকায় ধ্বংসযজ্ঞ চলল। পুলিশ ও বিক্ষোভকারী সংঘর্ষে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত শতাধিক৷ আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও৷ অন্তত ১১ জন কর্তব্যরত সাংবাদিক মৌলবাদীদের হাতে বেদম মার খেয়ে রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ।
এদিকে ঢাকা শহরে আজ সোমবার বেলা ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা পুলিস (ডিএমপি)।
 
এর আগে শাহবাগে গণজাগরণ মঞ্চ ভেঙে দেয় পুলিস। গত তিনমাস ধরে রাজাকারদের সর্বোচ্চ শাস্তি ও মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল এই শাহবাগ থেকেই। আজ ভোর পাঁচটা নাগাদ পুলিস গিয়ে অবস্থানকারীদের ব্যারিকেডের বাইরে নিয়ে যায়। তারপরেই ভেঙে দেওয়া হয় মূলমঞ্চ, মিডিয়া ক্যাম্প।
রবিবার শাহবাগ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ঢাকা। ঢাকার পল্টন এলাকায় হিফাজত-এ-ইসলাম সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিসের দফায় দফায় সংঘর্ষ হয়। হিংসায় অন্তত চারজন বিক্ষোভকারী নিহত হন। আহত হন কমপক্ষে পঞ্চাশজন। এছাড়াও মতিঝিল, বিজয়নগর এলাকায় অশান্তি ছড়ায়। রাজপথেই অবস্থানে বসে পড়েন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিস। এরপর আজ সকালে শাহবাগের আন্দোলন মঞ্চ ভেঙে দেওয়া হয়। যদিও কেন মঞ্চ ভাঙা হল, তা নিয়ে সরকারের তরফে নির্দিষ্টভাবে কিছুই জানানো হয়নি।

.