Bangladesh: 'আমার কাছে এসেছে, আর ফিরতে দেব না', ২ কিশোরীর 'সমকামী প্রেমে' জোর চাঞ্চল্য বাংলাদেশে

৩ মাস আগেও ২ কিশোরী নিয়েছিল 'সাহসী সিদ্ধান্ত'। একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে বেছে নিয়েছে ওরা।

Updated By: Mar 23, 2022, 02:11 PM IST
Bangladesh: 'আমার কাছে এসেছে, আর ফিরতে দেব না', ২ কিশোরীর 'সমকামী প্রেমে' জোর চাঞ্চল্য বাংলাদেশে
নিজস্ব চিত্র

সেলিম রেজা: বাংলাদেশে (Bangladesh) 'সমকামী প্রেম' (Homosexuality) দুই কিশোরীর (Teen Girls)! প্রেম মানে না কোনও জাত-পাত, বাধা-বিপত্তি। মানে না কোনও শাসন-বারণ। সেজন্যই কিনা ভালোবাসার টানে বাংলাদেশের টাঙাইল জেলায় থাকা প্রেমিকা নার্গিসের কাছে ছুটে এসেছেন বাংলাদেশের নোয়াখালির জেলার বিলকিস। আর তাতেই এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, ফেসবুক ও টিকটকের মাধ্যমে দুজনের পরিচয় হয়। এরপর দীর্ঘদিন হোয়াটসঅ্যাপে কথা হয় তাদের। একে অপরকে ভালোবেসে ফেলে। 'ঘনিষ্ঠতা' বাড়ে। জড়িয়ে পড়েন গভীর সম্পর্কে (Homosexuality)। এমনকি, ৩ মাস আগে একে অপরকে ভালোবেসে দুজনে একসাথে ঘরও ছেড়েছিলেন। পরবর্তীতে অবশ্য পরিবারের চাপে বাড়িতে ফিরে আসতে বাধ্য হয় তারা। এবার আরও বেপরোয়া দুই কিশোরী (Teen Girls)। নার্গিস স্পষ্ট জানিয়েছে, "বিলকিস আমার কাছে এসেছে। বিলকিসকে আর ফিরতে দেব না।"

এপ্রসঙ্গে, বাংলাদেশের (Bangladesh) টাঙাইলের স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন, "নোয়াখালির জেলার বিলকিস নামের মেয়েটি আজ এসেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। দুই কিশোরীর দাবি, তারা কেউ কাউকে ছাড়া থাকবে না। তারা গার্মেন্টসে চাকরি করে। একত্রে সারাজীবন কাটাবে বলে জানিয়েছে। এক্ষেত্রে তারা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে বেছে নিয়েছে।"

তিনি আরও বলেন, "নোয়াখালীর ওই মেয়েটির পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। মেয়েটির পরিবার এলে তাকে ফিরিয়ে দেব। এমন ঘটনা কখনও দেখিনি। বিষয়টি অবাক করার মতো। "তবে দুই কিশোরী নিজেদের সিদ্ধান্তে অটল। তাদের স্পষ্ট কথা, ফেসবুকের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের তৈরি হয়েছে। তারা এখন কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না।

আরও পড়ুন, Russia-Ukraine War: "অস্তিত্বের সঙ্কটে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে Russia", দাবি Dmitry Peskov-র

 Russia-Ukraine War: ইউক্রেনে যুদ্ধ চলায় ইতালিতে মরতে পারে অসংখ্য গরু! কেন জানেন?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.