আমেরিকায় 'মুসলিম'দের প্রবেশ নিষেধের পক্ষে সওয়াল রাষ্ট্রপতি পদপ্রার্থীর
ওয়েব ডেস্ক: মার্কিন মুলুকের 'দ্য রিপাবলিক্যান পার্টি'র অন্যতম অগ্রণী নেতা ডোনাল্ড ট্রাম্প, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গে আমেরিকাতে মুসলিমদের প্রবেশ বন্ধ করার পক্ষে সওয়াল করলেন। আর এই নিয়েই ফের বিতর্ক শুরু পৃথিবীর 'সবথেকে শক্তিধর রাষ্ট্র' আমেরিকা যুক্তরাষ্ট্রে। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে যেতে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বেফাঁস মন্তব্যে মার্কিন মুলুকে তৈরি হচ্ছে 'কলঙ্কে'র নতুন অধ্যায়।
তিনি বলেন, "আমাদের দেশে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত। সারা বিশ্বব্যাপী সন্ত্রাসের চেহারা আমাদের দেখা উচিত, ভাবা উচিত।" আরও একধাপ এগিয়ে তিনি জিহাদিদের নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন।
ডোনাল্ডের এই বক্তব্য নিয়ে বিতর্কও কম হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কমিউনিকেশন কাউন্সিলের ডিরেক্টর ইব্রাহিম হুপার ডোনাল্ডের বক্তব্য প্রসঙ্গে বলেছেন, "আমার মনে হচ্ছে আমি ১৯৩০-এ ফিরে গিয়েছি"। হিটলারের সময়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এমনটা হলে, "মার্কিন মুলুকে আমাদের ঠাঁই কোথায়? মুসলিমদের 'Final Solution' নিয়েই কি আমরা আলোচনা করছি।"