হৃদয়বিদারক টাক
টাক থাকলে টাকা হয়ে বলে একটা প্রবাদ জানা ছিল, কিন্তু টাকের সঙ্গে হৃদয়ের সম্পর্কযে বেশ জটিল তার হদিশ এতদিন মেলেনি। পুরুষদের ক্ষেত্রে টাক বাড়িয়ে দিতে পারে হৃদরোগের সম্ভাবনা। টোকিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটাই দাবি করলেন। তাঁদের মতে কেশবিহীন ব্রহ্মতালু হৃদয়ের পক্ষে মোটেও সুসংবাদ বয়ে আনে না।
টাক থাকলে টাকা হয়ে বলে একটা প্রবাদ জানা ছিল, কিন্তু টাকের সঙ্গে হৃদয়ের সম্পর্কযে বেশ জটিল তার হদিশ এতদিন মেলেনি। পুরুষদের ক্ষেত্রে টাক বাড়িয়ে দিতে পারে হৃদরোগের সম্ভাবনা। টোকিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটাই দাবি করলেন। তাঁদের মতে কেশবিহীন ব্রহ্মতালু হৃদয়ের পক্ষে মোটেও সুসংবাদ বয়ে আনে না।
তবে ক্রমবর্ধমান চুল পড়ার সঙ্গে হৃদরোগের বিশেষ কোনও সম্পর্ক নেই বলেও এই গবেষকরা জানিয়েছেন।
১৯৯৩ থেকে ২০০৮ পর্যন্ত ৪০,০০০ হাজার পুরুষের উপর গবেষণা চালিয়ে এই তাঁর সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে দাবি করেছেন টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
গবেষণা অনুযায়ী টাক মাথার পুরুষদের মাথা ভর্তি চুলের পুরুষদের তুলনায় হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩২% বেশী।
সম্পূর্ণ টাক হৃদরোগের সম্ভাবনা ৪৮% বাড়িয়ে দেয়। মোটামুটি টাক এই সম্ভাবনা বাড়ায় ৩৬%। অল্পবিস্তর টাক মাথার লোকের হৃদরোগের সম্ভাবনা ১৮%।