'৩০ মিনিট পর্যন্ত মৃত', তারপর বেঁচে ফিরলেন ১৪ বছরের নাবালক

৩০ মিনিট কোনও হৃদস্পন্দন নেই। মেডিক্যালের ভাষায় যাকে কার্যত মৃত বলেই ধরে নেওয়া হয়। তারপর একটা সময় পর্যন্ত পর্যবেক্ষণ করা, এরপরই মৃত ঘোষণা। এমন খুব কমই ঘটেছে যে এই অবস্থা থেকে বেঁচে ফিরেছেন মৃতপ্রায় ব্যক্তি। তবে একেবারেই ঘটেনা, তেমনও নয়। ব্যতিক্রমী কিছু আছেই। এমনই এক ব্যাতিক্রমী ঘটনা ঘটল সৌদি আরবে। ৩০ মিনিট হৃদপিণ্ড কোনও রকম কাজ করছিল না, তারপরও 'মৃত' হঠাৎ জীবিত। চলতে শুরু করে হৃদপিণ্ড। বিজ্ঞানের ভাষায় অনেকেই একে মেডিক্যাল মীরাকেল বলে থাকেন। 

Updated By: Jun 21, 2016, 05:24 PM IST
'৩০ মিনিট পর্যন্ত মৃত', তারপর বেঁচে ফিরলেন ১৪ বছরের নাবালক

ওয়েব ডেস্ক: ৩০ মিনিট কোনও হৃদস্পন্দন নেই। মেডিক্যালের ভাষায় যাকে কার্যত মৃত বলেই ধরে নেওয়া হয়। তারপর একটা সময় পর্যন্ত পর্যবেক্ষণ করা, এরপরই মৃত ঘোষণা। এমন খুব কমই ঘটেছে যে এই অবস্থা থেকে বেঁচে ফিরেছেন মৃতপ্রায় ব্যক্তি। তবে একেবারেই ঘটেনা, তেমনও নয়। ব্যতিক্রমী কিছু আছেই। এমনই এক ব্যাতিক্রমী ঘটনা ঘটল সৌদি আরবে। ৩০ মিনিট হৃদপিণ্ড কোনও রকম কাজ করছিল না, তারপরও 'মৃত' হঠাৎ জীবিত। চলতে শুরু করে হৃদপিণ্ড। বিজ্ঞানের ভাষায় অনেকেই একে মেডিক্যাল মীরাকেল বলে থাকেন। 

১৪ বছরের বালক। গাড়ি দুর্ঘটনার পর তাঁকে মরণাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আইসিইউতে রাখার পর এই ঘটনার সম্মুখীন হন চিকিৎসকরা। এখন তাঁর ওপর নজর রাখছে চিকিৎসকরা, গড়ে দেওয়া হয়েছে মেডিক্যাল বোর্ডও। 

.