বুলেট নয় জি ২০ অধিবেশনে বজ্র আটুনির নিরাপত্তায় এবার বোমপ্রুফ BMW

নভেম্বরে আসন্ন জি টোয়েন্টি সাবমিটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বিশেষ নিরাপত্তায় জোর দিচ্ছেন।  বিভিন্ন দেশ থেকে আসা সর্ব্বোচ্চ প্রতিনিধিদের জন্য বুলেটপ্রুফ বিএমডব্লিউ গাড়ি রাখছেন।

Updated By: Sep 1, 2014, 05:05 PM IST
বুলেট নয় জি ২০ অধিবেশনে বজ্র আটুনির নিরাপত্তায় এবার বোমপ্রুফ BMW

ওয়েব ডেস্ক: নভেম্বরে আসন্ন জি টোয়েন্টি সাবমিটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বিশেষ নিরাপত্তায় জোর দিচ্ছেন।  বিভিন্ন দেশ থেকে আসা সর্ব্বোচ্চ প্রতিনিধিদের জন্য বুলেটপ্রুফ বিএমডব্লিউ গাড়ি রাখছেন।

প্রায় ৬.২ মিলিয়ন ডলার মূল্যের এই গাড়ি AK47 মতো বন্দুকের গুলি থেকে রক্ষা পাবে। এছাড়া বোমা বিস্ফোরণ হলেও অক্ষত থাকবে বলে দাবি করছে BMW।

বিএমডব্লিউর ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, গাড়ির বডি বিশেষ স্টিল প্লেটে তৈরি। সঙ্গে রয়েছে সেল্ফ সিলিং পেট্রোল ট্যাঙ্ক। যে কোনও দুর্ঘটনা থেকে রেহাই পাবার জন্য বিশেষ অ্যালার্ম রয়েছে।

নভেম্বরে ব্রিসবনে জি ২০ সাবমিট মার্কিন প্রেসডেন্ট বারাক ওবামা,  ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যমেরনের মতো শীর্ষ প্রতিনিধিদের সুরক্ষাস্বার্থে এইরকম স্বাচ্ছন্দ্যপূর্ণ গাড়ির কথা ভাবা হচ্ছে। তবে বিএমডব্লিউর নতুন গাড়ি প্রথম জি-২০ তে প্রকাশ পাবে।

.