ক্রিসমাসের মধ্যেই বিপত্তি, ভয়ঙ্কর দাবানলের কবলে দক্ষিণ অস্ট্রেলিয়ার ২ শহর
ক্রিসমাসের মধ্যেই বিপত্তি। ভয়ঙ্কর দাবানলের কবলে দক্ষিণ অস্ট্রেলিয়ার দুটি শহর। বাসিন্দাদের নিরাপদ জায়াগায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৫৩টি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত। মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে ওয়াই রিভার এবং সেপারেশন ক্রিক, দুটি জায়গাই ক্ষতিগ্রস্ত। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কাছাকাছি আরেকটি শহরে ছড়িয়ে পড়ার পাঁচশো মিটার আগে, আপাতত ঠেকানো গেছে আগুনকে। কারোর প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই। শতাধিক দমকলের গাড়ি আগুন নেভানোর কাজে ব্যস্ত।একাজে আরও সুবিধে করে দিয়েছে, রাতভর বৃষ্টি। এলাকায় বেশ কয়েকটি রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। নিউ ইয়ারেও গোটা দেশ জুড়ে তাপমাত্রার পারদ থাকবে বেশ চড়া। এই অবস্থায় দাবানল আরও ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়েব ডেস্ক: ক্রিসমাসের মধ্যেই বিপত্তি। ভয়ঙ্কর দাবানলের কবলে দক্ষিণ অস্ট্রেলিয়ার দুটি শহর। বাসিন্দাদের নিরাপদ জায়াগায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৫৩টি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত। মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে ওয়াই রিভার এবং সেপারেশন ক্রিক, দুটি জায়গাই ক্ষতিগ্রস্ত। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কাছাকাছি আরেকটি শহরে ছড়িয়ে পড়ার পাঁচশো মিটার আগে, আপাতত ঠেকানো গেছে আগুনকে। কারোর প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই। শতাধিক দমকলের গাড়ি আগুন নেভানোর কাজে ব্যস্ত।একাজে আরও সুবিধে করে দিয়েছে, রাতভর বৃষ্টি। এলাকায় বেশ কয়েকটি রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। নিউ ইয়ারেও গোটা দেশ জুড়ে তাপমাত্রার পারদ থাকবে বেশ চড়া। এই অবস্থায় দাবানল আরও ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।