ফ্লোরিডায় আছড়ে পড়ল বিধ্বংসী ইরমা

Updated By: Sep 10, 2017, 11:01 AM IST
ফ্লোরিডায় আছড়ে পড়ল বিধ্বংসী ইরমা

ওয়েব ডেস্ক : এতদিন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও কিউবাতে ধ্বংসলীলা চালিয়ে এবার ফ্লোরিডার দিকে এগোচ্ছে অ্যাল্টান্টিক ঝড় ইরমা। ইতিমধ্যেই সমুদ্রের তীরবর্তী অঞ্চল থেকে প্রায় ৬০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

১৯৭০ সালের পর অ্যাল্টান্টিক উপকূলে এতবড় মাপের ঝড় দেখা গেল বলে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্যাটেগরি ৫-এর এই ঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে বলে জানা গেছে।

আরও পড়ুন- ১৯৭০ সালের পর ইরমা-ই বিশ্বের ভয়ঙ্করতম ঝড় : গবেষণা

৬ সেপ্টেম্বর ইরমা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়ার পর, তা শুক্রবার ও শনিবার তাণ্ডব চালায় কিউবাতে। এরপরই তা উত্তর-পূর্ব দিকে সরতে শুরু করে দেয়। ঘণ্টায় ২৫০ থেকে ২৮০ কিলোমিটার গতির এই ঝড় রবিবার স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ আছড়ে পড়ে ফ্লোরিডা কি-তে। ঝড়ের দাপটে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। প্রায় ৬ থেকে ৮ ফুট ঢেউ আছড়ে পড়ছে পাড়ে। ইতিমধ্যেই ৭০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার দুপুরের মধ্যেই আরও এগিয়ে ফ্লোরিডার প্রধান স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইরমার।

 

.