ফের নৌকাডুবি বাংলাদেশে, ১২ শিশু সহ মৃত ৪৮

দশ দিনের ব্যবধান। ফের নৌকাডুবি বাংলাদেশে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৮ জনের। মৃতদের অধিকাংশই নারী এবং শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের। গতকাল দুপুরে শ’দেড়েক যাত্রী নিয়ে রাজবাড়ির পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে রওনা হয় নৌকাটি। মাঝ নদীতে একটি মালবোঝাই ট্রলার নৌকাটিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের  মধ্যে ১৩ জন মহিলা ও ১২টি শিশু রয়েছে।

Updated By: Feb 23, 2015, 11:58 AM IST
ফের নৌকাডুবি বাংলাদেশে, ১২ শিশু সহ মৃত ৪৮

ওয়েব ডেস্ক: দশ দিনের ব্যবধান। ফের নৌকাডুবি বাংলাদেশে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৮ জনের। মৃতদের অধিকাংশই নারী এবং শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের। গতকাল দুপুরে শ’দেড়েক যাত্রী নিয়ে রাজবাড়ির পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে রওনা হয় নৌকাটি। মাঝ নদীতে একটি মালবোঝাই ট্রলার নৌকাটিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের  মধ্যে ১৩ জন মহিলা ও ১২টি শিশু রয়েছে।

মানিকগঞ্জের শিবালয় থানার ওসি রকিবুজ্জামান জানান, রবিরা দুপুর ১২টার দিকে পাটুরিয়ার ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই মাঝনদীতে দুর্ঘটনায় পড়ে এমএল মোস্তফা-৩ নামের লঞ্চটি।

এই দুর্ঘটনার জন্য দায়ী কার্গো জাহাজ এমভি নার্গিস-১ এর চালকসহ তিনজনকে আটক করেছে পুলিস। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়া হয়েছে।

.