গুগলের ডুডলে গ্রহানু ২০১২ ডিএ১৪

এবার গুগলের ডুডলে উঠে এল গ্রহানু ২০১২ ডিএ১৪। আজ রাতেই পৃথিবীর একেবারে ধার ঘেঁসে চলে যাবে এই গ্রহাণু। আজকের ডুডলে গুগলের লোগোর দ্বিতীয় `জি` টি হঠাৎ করেই অবাক ভয়ে লাফাতে লাফাতে সরে যাচ্ছে। সেখানে হঠাৎ করেই এসে যাচ্ছে পুঁচকি একটা গ্রহাণু।

Updated By: Feb 15, 2013, 04:27 PM IST

এবার গুগলের ডুডলে উঠে এল গ্রহানু ২০১২ ডিএ১৪। আজ রাতেই পৃথিবীর একেবারে ধার ঘেঁসে চলে যাবে এই গ্রহাণু। আজকের ডুডলে গুগলের লোগোর দ্বিতীয় `জি` টি হঠাৎ করেই অবাক ভয়ে লাফাতে লাফাতে সরে যাচ্ছে। সেখানে হঠাৎ করেই এসে যাচ্ছে পুঁচকি একটা গ্রহাণু।
সম্প্রতি গ্রহানু ২০১২ ডিএ১৪-এর হদিশ পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের হিসাব অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা ৫৫ নাগাদ পৃথিবীর কান ঘেষে বেরিয়ে যাবে ফুটবলেরও অর্দ্ধেক সাইজের এই গ্রহাণু। এর আগে এই রকম কোন গ্রহাণু পৃথিবীর এত কাছাকাছি আসেনি।
মহাকাশ বিজ্ঞানীরা ডিএ১৪ কী কী খনিজ পদার্থ দিয়ে তৈরি তা জানতে তোড়জোড় করছেন। এই গ্রহাণুর ঘূর্ণন গতি জানতেও জোর গবেষণা শুরু করছেন তাঁরা। বিজ্ঞানীদের দাবি এই গবেষণা ভবিষ্যতে বড় কোন মহাজাগতিক গ্রহাণুর সঙ্গে মোকাবিলায় প্রয়োজনীয় প্রযুক্তি তৈরি করতে সাহায্য করবে।

.