ভারতে আরেকটা জঙ্গি হামলা হলে পাকিস্তানের বিপদ আরও বাড়বে: মার্কিন যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউজের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বুধবার জানিয়েছেন, 'জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে পাকিস্তানকে। এই সন্ত্রাসবাদীরা ফের যাতে হামলা চালাতে না-পারে তা নিশ্চিত করতে হবে তাদেরই।'
নিজস্ব প্রতিবেদন: ভারতে আরেকটা জঙ্গি হামলা হলে ফল ভাল হবে না। পাকিস্তানকে চরম হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের। সঙ্গে পাকিস্তানকে জঙ্গি ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে দেশটি।
পুলওয়ামা হামলার পর থেকেই চরম চাপে পাকিস্তান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণে ইমরান খান প্রশাসনের ওপর তৈরি হয়েছে তুমুল চাপ। পাকিস্তানে জঙ্গি আস্তানা ধ্বংস করতে চাপ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন-সহ শক্তিধর দেশগুলি। চিন ও মধ্যপ্রাচ্য ছাড়া পাকিস্তানের পাশে নেই কেউ। এই পরিস্থিতিতে হোয়াইট হাউজের বার্তায় স্পষ্ট, তাদের হুঁশিয়ারিকে হালকা ভাবে নিলে ভুল করবে পাকিস্তান।
মুক্তি পেল মোদীর বায়োপিকের ট্রেলার, দেখুন ভিডিয়ো
হোয়াইট হাউজের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বুধবার জানিয়েছেন, 'জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে পাকিস্তানকে। এই সন্ত্রাসবাদীরা ফের যাতে হামলা চালাতে না-পারে তা নিশ্চিত করতে হবে তাদেরই।'
হোয়াইট হাউজের তরফে এও স্পষ্ট করা হয়েছে, 'পাকিস্তান এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ না করলে ফের যদি জঙ্গিহানা হয়, তাতে ভারত - পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়বে।'