টাকা নিয়ে এমন তথ্য সম্ভাবত আপনি কোনওদিন শোনেননি!

টাকা নিয়েই তো আমাদের সবকিছু। দুটো টাকা রোজগারের জন্যই আমাদের সারাদিন কত পরিশ্রম করতে হয়। আসলে টাকা ছাড়া যে কিছুই মিলবে না। গরিব তাই চিরকাল বড়লোকের টাকা দেখেছে আর ভেবেছে, ইস্ এত টাকা যদি আমার থাকতো।

Updated By: Jun 18, 2016, 03:20 PM IST
টাকা নিয়ে এমন তথ্য সম্ভাবত আপনি কোনওদিন শোনেননি!

ওয়েব ডেস্ক: টাকা নিয়েই তো আমাদের সবকিছু। দুটো টাকা রোজগারের জন্যই আমাদের সারাদিন কত পরিশ্রম করতে হয়। আসলে টাকা ছাড়া যে কিছুই মিলবে না। গরিব তাই চিরকাল বড়লোকের টাকা দেখেছে আর ভেবেছে, ইস্ এত টাকা যদি আমার থাকতো।

আপনার কত টাকা রয়েছে জানা নেই। তবে, ধনী মানুষদের কার কত টাকা, সেটা জানতে আমাদের আগ্রহ অনেক। তাই আপনাকে এক ধনী মানুষের তথ্য দিই। কলম্বিয়ায় পাবলো এসকোবার নামের এক ড্রাগ ব্যবসায়ী/ মাফিয়া এত টাকা রোজগার করতেন, যে সেই টাকা বাঁধার গার্ডার কিনতে খরচ হত মাসে ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা (২৫০০ ডলার)! এবার ভাবুন!

.