Alexei Navalny: ‘সময় তোমার পক্ষে নয়, মৃতদেহে পচন ধরছে’, রাশিয়ান কর্তৃপক্ষের হুমকির মুখে নাভালনির মা

ল্যুডমিলা জানিয়েছেন যে আইন অনুসারে নাভালনির দেহ তাঁকে দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তাঁকে ‘ব্ল্যাকমেল’ করা হচ্ছে। তাঁর উপরে দেহ কবর দেওয়ার সময় এবং স্থান সহ বিভিন্ন শর্ত চাপানো হচ্ছে বলে তাঁর দাবি।

Updated By: Feb 23, 2024, 10:39 AM IST
Alexei Navalny: ‘সময় তোমার পক্ষে নয়, মৃতদেহে পচন ধরছে’, রাশিয়ান কর্তৃপক্ষের হুমকির মুখে নাভালনির মা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে রাশিয়ার পুতিন বিরোধী নেতা আলেক্সেই নাভালনির মৃতদেহ তাঁর মা-কে দেখতে দেওয়া হয়েছ বলে জানিয়েছেন তিনি। একটি ভিডিয়োতে এই কথা জানিয়েছেন ল্যুডমিলা নাভালনায়া জানিয়েছে যে তাঁকে একটি মর্গে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে দিয়ে একটি ডেথ সার্টিফিকেট সই করানো হয়।

তিনি আরও জানিয়েছেন যে আলেক্সেই-এর মৃতদেহ গোপনে কবর দেওয়ার জন্য তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে। প্রাক্তন বিরোধী নেতার প্রেস সেক্রেটারি জানিয়েছেন ল্যুডমিলা নাভালনায়াকে দেওয়া ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে যে আলেক্সেই-এর মৃত্যু হয়েছে ন্যাচেরাল কারনে। যদিও নাভালনির স্ত্রী-র অভিযোগ তাঁকে রাশিয়ার সরকার হত্যা করেছে।

ল্যুডমিলা জানিয়েছেন যে আইন অনুসারে নাভালনির দেহ তাঁকে দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তাঁকে ‘ব্ল্যাকমেল’ করা হচ্ছে। তাঁর উপরে দেহ কবর দেওয়ার সময় এবং স্থান সহ বিভিন্ন শর্ত চাপানো হচ্ছে বলে তাঁর দাবি।

আরও পড়ুন: Obama's daughter Malia: নিজের আলাদা কেরিয়ার চাই! বাবার পদবি ছাড়লেন ওবামা-কন্যা...

তিনি বলেন, ‘তাঁরা আমায় কবরস্থান থেকে দূরে একটি নতুন কবরে নিয়ে গিয়ে বলছে চায় এখানেই রয়েছে তোমার ছেলের দেহ’।

মিসেস নাভালনায়া ছয় দিন আগে উত্তর রাশিয়ার সালেখার্ড শহরে যান। সেখানেই নিকটবর্তী একটি পেনাল কলোনি থেকে তাঁর ছেলের মৃত্যুর খবর পান তিনি।

এর আগে তাঁকে তাঁর ছেলের মৃতদেহ দেখার অধিকার দেওয়া হয়নি। মঙ্গলবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নাভালনিকে কবর দেওয়ার অনুমতি দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে কর্তৃপক্ষ তাঁকে হুমকি দিচ্ছে। তিনি অভিযোগ করেন যে তিনি নাভালনির দেহ গোপনে কবর দেওয়ার বিষয়ে সম্মত না হলে তাঁর ছেলের মৃতদেহের সঙ্গে ভয়ংকর কিছু করা হবে।

আরও পড়ুন: Ukraine: ইনি কাঁচা মাংস খান, চার পায়ে হাঁটেন, ঘেউ-ঘেউ করে কথা বলেন! কেন জানলে হাড়হিম হয়ে যাবে...

তিনি আরও বলেন, তদন্তকারীরা তাঁকে হুমকি দিয়েছেন যে, ‘সময় তোমার পক্ষে নয়, মৃতদেহে পচন ধরছে’।

তাঁর ক্রমাগত আবেদনের পরেও রাশিয়ার কর্তৃপক্ষ কোনও খবর দেয়নি।

অন্যদিকে, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সান ফ্রান্সিসকোতে নাভালনির স্ত্রী ইউলিয়া এবং তাঁর মেয়ে দাশা নাভালনায়ার সঙ্গে দেখা করেছেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট অ্যালেক্সেই নাভালনির অসাধারণ সাহস এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার এবং একটি মুক্ত ও গণতান্ত্রিক রাশিয়ার জন্য তার উত্তরাধিকারের প্রশংসা করেছেন’। তাঁরা আরও যোগ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা জারি করার প্রস্তুতি নিচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

     

.