মিঞার দৌড় মসজিদ প‌র্যন্ত, ইসলামাবাদকে খোঁচা নয়াদিল্লির

Updated By: Sep 17, 2017, 08:42 PM IST
মিঞার দৌড় মসজিদ প‌র্যন্ত, ইসলামাবাদকে খোঁচা নয়াদিল্লির

ওয়েব ডেস্ক: নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় কাশ্মীর ইস্যু তুলতে কোমর বেঁধেছে পাকিস্তান। ইসলামবাদকে পাল্টা জবাব দিতে তৈরি নয়াদিল্লি। ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের এক প্রতিনিধি।

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিনের খোঁচা, মিঞার দৌড় মসজিদ প‌র্যন্ত। তাঁর কথায়, ''কয়েক দশক ধরে রাষ্ট্রসঙ্ঘের আলোচনা টেবিলেই আসেনি, এমন বিষয় নিয়ে আলোচনা চাইছে পাকিস্তান। এটাই তাদের অবস্থান হলে, ভারতের কিছু করার নেই। ভারত ভবিষ্যতের ইস্যু নিয়ে ভাবিত।"

আকবরউদ্দিনের কথায়, "আমরা ভবিষ্যতের বিষয় নিয়ে আলোচনা চাই। ইতিবাচক লক্ষ্যে এগিয়ে ‌যেতে চাই। অন্যদিকে আর একটি দেশ গতকালের একটা বিষয় নিয়ে পড়ে আছে।" পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসি সোমবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ‌যোগ দেবেন। সেখানে তিনি কাশ্মীর ইস্যুটি তুলতে পারেন।

আরও পড়ুন, রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত

.