আফ্রিকার আকাশে নিরুদ্দেশ এয়ার আলজেরি-র বিমান

ফের আকাশে হারিয়ে গেল বিমান। বৃহস্পতিবার বুরকিনা ফাসোর রাজধানী Ouagadougou থেকে রওনা দেওয়ার ৫০ মিনিট পর এয়ার আলজেরিয়ার বিমানটি সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়।

Updated By: Jul 24, 2014, 03:59 PM IST
আফ্রিকার আকাশে নিরুদ্দেশ এয়ার আলজেরি-র বিমান

আলজেরিস: ফের আকাশে হারিয়ে গেল বিমান। বৃহস্পতিবার বুরকিনা ফাসোর রাজধানী Ouagadougou থেকে রওনা দেওয়ার ৫০ মিনিট পর এয়ার আলজেরিয়ার বিমানটি সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়।

১৩৫ জন যাত্রী বহন করতে সক্ষম বিমানটি পর্তুগালের একটি ফার্মে তৈরি। সংবাদ সূত্রে খবর নিঁখোজ হওয়া বিমানটিতে ১১০জন যাত্রী ছিলেন।  

আলজেরিয়ার জাতীয় সংবাদ এজেন্সি APS বিমানটির নিরুদ্দেশ হওয়ার ঘটনা মেনে নিয়েছে। তবে flight AH 5017 বিমানটিতে মোট কতজন ছিলেন এখনও সেই সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।

বিমানটির আলজেরিয়ার রাজধানী আলজিয়েরস-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এয়ার আলজেরিয়া, আলজেরিয়ার সরকারি বিমান সংস্থা। সপ্তাহে চার দিন এই সংস্থার বিমান  চার ঘণ্টার প্যাসেঞ্জার রুটে উড়ান দেয়।

 

.