Video:ঈদের প্রার্থনা চলাকালীন আফগান President Palace-এ রকেট হামলা
রকেট হামলা পরেও বক্তৃতা পেশ করেন আফগান প্রেসিডেন্ট।
নিজস্ব প্রতিবেদন: ঈদের মরশুমে কাবুলে আফগান প্রেসিডেন্টের প্যালেসে রকেট হামলা। ঘটনার সময় প্যালেস চত্বরে হাজির ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি-সহ অন্যান্য মন্ত্রী এবং আধিকারিকরা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় সেখানে ঈদের প্রার্থনা চলছিল।
সংবাদ সংস্থা AFP-কে আফগানিস্তানের অন্তর্দেশীয় দফতরের মন্ত্রী মীরওয়াইস স্তানিকজাই বলেন, 'মঙ্গলবার কাবুল শহরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে শত্রুরা। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত চলছে।' রকেট হামলা পরেও ঈদের মরশুমে প্রেসিডেন্ট চত্বরে বক্তৃতা পেশ করেছেন প্রেসিডেন্ট আশরফ ঘানি। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, 'আফগান জনগণ আফগানিস্তানের ভবিষ্যৎ ঠিক হবে। আফগানবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ৩ থেকে ৬ মাস ধরে পরিস্থিতি খারাপ করার চেষ্টা চলছে। আফগানিস্তানের মানুষ, বিশেষ করে মহিলাদের উপর কি তালিবানরা কোনও ইতিবাচক প্রভাব ফেলতে পেড়েছে?'
Video by national TV shows the moment rockets landed near the Presidential Palace during Eid prayers this morning. pic.twitter.com/WmEniyfLfM
— TOLOnews (@TOLOnews) July 20, 2021