LAC-তে বাড়ছে উত্তাপ, সীমান্তের ওপারে বায়ুসেনা ঘাঁটিতে শক্তি বাড়াছে লাল ফৌজ
নজর রাখছে ভারত।
নিজস্ব প্রতিবেদন: প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) ওপারে শক্তি বাড়াচ্ছে চিন। Shakche বিমান ঘাঁটিতে সকলের নজর এড়িয়ে বাড়ছে লাল ফৌজের তৎপরতা। কার্যত যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে চিন। সূত্রের খবর, ইতিমধ্যে বিমান ঘাঁটিতে হাজির করা হয়েছে যুদ্ধবিমান। এটিকে সাধারণ বিমান ঘাঁটিকে কার্যত সেনার বিমান ঘাঁটিতে পরিণত করছে চিন। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত।
এই ঘটনা ফের একবার ভারতীয় সেনার সঙ্গে চিনা পিপলস লিবারেশন আর্মির (PLA) দ্বন্দ্বকে শিরোনামে এনে দিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) আগেই বায়ুসেনার ক্ষমতা বাড়িয়েছে ভারত। এবার Shakche বিমান ঘাঁটিকে সেনার ঘাঁটিতে পরিণত করে সেই চেষ্টা করছে চিনও। পাশাপাশি, কাশগড়, নাগারি গুনসা ও হোগানেও বায়ুসেনার ঘাঁটি তৈরি করছে বেজিং।
আরও পড়ুন: ইরাকে IS হানা, আত্মঘাতী বোমা বিস্ফোরণে এখনও মৃত ৩০
আরও পড়ুন: লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের সঙ্গে সম্পর্ক নেই, পাক জঙ্গি গোষ্ঠীযোগ অস্বীকার তালিবানের
গত বছরের মে মাস থেকেই Shakche বিমান ঘাঁটিতে চিনা সেনার তৎপরতা লক্ষ্য করছে ভারত। সেখানে কেবল নয়া নির্মাণ হয়নি না, লোক সংখ্যাও বাড়ানো হয়েছে। ভারতের নজর রয়েছে চিনের Shigatse, Lhasa Gongkar, Nyingchi ও Chamdo Pangta বিমান ঘাঁটিতেও। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে উপগ্রহ-সহ অন্যান্য পদ্ধতি।