Afghanistan: 'ভয় নেই, কাজে ফিরুন', আফগান নাগরিকদের উদ্দেশ্যে Taliban-দের অভয়বাণী

আফগানিস্তানজুড়ে এখন আতঙ্কের পরিবেশ।

Updated By: Aug 17, 2021, 05:23 PM IST
  Afghanistan: 'ভয় নেই, কাজে ফিরুন', আফগান নাগরিকদের উদ্দেশ্যে Taliban-দের অভয়বাণী

নিজস্ব প্রতিবেদন: রাজধানী কাবুলের দখল নিয়েছে তালিবানরা। আফগানিস্তানজুড়ে এখন আতঙ্কের পরিবেশ। দেশ ছাড়ার হিড়ির পড়েছে। কাবুল বিমানবন্দরে হুলুস্থুল অবস্থা। এই অবস্থায় কাবুলবাসীর উদ্দেশ্যে অভয়ের বার্তা দিল তালিবানরা। জেহাদিদের ঘোষণা, 'ভয়ের কোনও কারণ নেই। আসুন, কাজ শুরু করুন।'

ক্ষমতায় এসেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন। ১১ সেপ্টেম্বর, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার দিবসের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন তিনি। বাইডেনের ঘোষণার কম-বেশি দেড় মাসের মধ্যে প্রায় গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। দেশটিতে ফের শরিয়ত আইন লাগু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশত্যাগের হিড়িক পড়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে দেশবাসীকে অভয় দেওয়ার চেষ্টা করল তালিবানরা। সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে তাদের বার্তা, "সরকারি বিভাগে যাঁরা কাজ করতেন, তাঁরা ফিরে আসুন। আপনারা নির্ভয়ে কাজে যোগ দিন।"

আরও পড়ুন: Afghanistan's First Woman Mayor: জঙ্গিরা কবে আমাকে খুন করবে, তারই অপেক্ষায় রয়েছি!

আরও পড়ুন: Taliban: তালিবানের উপর নিষেধাজ্ঞা জারি করল ফেসবুক, একই পথে হোয়াটসঅ্যাপ-ও

সোমবারই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফে বলা হয় যে, আফগানিস্তানকে কোনও ভাবেই সন্ত্রাসবাদের চারণভূমি হতে দেওয়া যাবে না। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রধান, অ্যান্টনিও গুয়েতেরেজ জানান, 'গোটা বিশ্বের নজর রয়েছে আফগানিস্তানের উপর'।   

.