Afghanistan: যতক্ষণ আমেরিকা থাকবে ততক্ষণ সরকার গঠন নয়! মত তালিবানের

একজন মার্কিন সেনা থাকলেও নতুন সরকার গড়বে না তালিবান।

Updated By: Aug 23, 2021, 11:51 PM IST
Afghanistan: যতক্ষণ আমেরিকা থাকবে ততক্ষণ সরকার গঠন নয়! মত তালিবানের

নিজস্ব প্রতিবেদন: আগেই মার্কিন সেনাকে নির্ধারিত দিনের চেয়ে আর একদিনও বেশি না থাকার হুঁশিয়ারি দিয়েছে তালিবান। পাশাপাশি তারা স্পষ্ট করে দিল, আমেরিকা আফগানিস্তানের মাটি না ছাড়লে তারা সরকার গঠন করবে না।  

যতক্ষণ না মার্কিন সেনা (US soldier) আফগানিস্তান (Afghanistan) ছাড়ছে, ততক্ষণ নতুন সরকার গঠন করা হবে না, এক আন্তর্জাতিক সংবাদসংস্থাকে এমনই জানাল তালিবান (Taliban)। উল্লেখ্য, ৩১ অগস্টের মধ্যে আমেরিকার সমস্ত সেনা আফগানিস্তান ছাড়বে-- তালিবানের সঙ্গে এমন সমঝোতাই হয়েছিল মার্কিন প্রশাসনের। 

আরও পড়ুন:  Balochistan: ফের বিস্ফোরণ, বালুচ মুক্তিযোদ্ধাদের হামলায় নিহত পাক সেনার ক্যাপ্টেন

এদিকে, ১৫ অগস্ট তালিবান কাবুল দখল নিশ্চিত করতেই কাবুলে বসবাসকারী আমেরিকার নাগরিকেরা আফগানিস্তান ছাড়তে শুরু করেন। ইতিমধ্যেই প্রায় ১৭ হাজার নাগরিককে বাইডেন প্রশাসন দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু এখনও প্রচুর মানুষ কাবুলে আটকে আছেন বলে খবর। তাঁদের প্রত্যেককে দেশে ফেরাতে গেলে ৩১ অগস্টের বেশি সময় লেগে যাতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধার করার কঠিন কাজটি নিষ্ঠার সঙ্গেই করা হবে বলে কিছুদিন আগে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।  

কিন্তু তালিবানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নাগরিদের দেশে ফেরানোর কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। সময়সীমা বাড়ানো হবে না। সমঝোতার অন্যথা হলে পরিণাম খারাপ হবে বলেই সংবাদমাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন তালিবান মুখপাত্র। আর এর পরেই তালিবানের তরফে বলা হয়, আফগানিস্তানে একজন মার্কিন সেনা থাকলেও নতুন সরকার গড়বে না তালিবান।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Afghanistan: আমেরিকাকে হুঁশিয়ারি তালিবানের-- সেনা ফেরাতে হবে ৩১ অগস্টের মধ্যেই!

.