Afghanistan: কাবুল বিমানবন্দরের বাইরে 'জটিল হামলা', শিশু-সহ মৃত ১৩
কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ (Kabul Blast)।
নিজস্ব প্রতিবেদন: কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ। ওই চত্বরে এলোপাথারি গুলি চালানোর খবরও মিলেছে। এক তালিবানি সন্ত্রাসীকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশুও। জখম হয়েছেন বেশ কয়েকজন তালিব। আর একটি বিস্ফোরণের খবর মিলেছে অদূরেই বারোন হোটেলের গেটের কাছে। উদ্ধারকার্য চালাতে ওই হোটেলটি ব্যবহার করে পশ্চিমি দেশগুলি।
এখনও পর্যন্ত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন সেনার নিয়ন্ত্রণাধীন। তবে বাইরের এলাকা তালিবানের দখলে। বিমানবন্দরের অ্যাবে গেটের সামনে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটারে জানিয়েছেন,'অ্যাবে গেটের সামনে বিস্ফোরণ ঘটেছে। জটিল হামলায় আহত হয়েছেন মার্কিন সেনা ও সাধারণ নাগরিক। ব্যারোন হোটেলের সামনেও একটি বিস্ফোরণ নিশ্চিত করছি। অ্যাবে গেট থেকে তার দূরত্ব অনেক কম। তথ্য দিতে থাকব।'
We can confirm that the explosion at the Abbey Gate was the result of a complex attack that resulted in a number of US & civilian casualties. We can also confirm at least one other explosion at or near the Baron Hotel, a short distance from Abbey Gate. We will continue to update.
— John Kirby (@PentagonPresSec) August 26, 2021
Tragedy never ends in #Afghanistan — no matter who is charge. Scenes from #KabulAirport #explosion. pic.twitter.com/CjOt0LyGq7
— Sharif Hassan (@MSharif1990) August 26, 2021
৩১ অগাস্ট সময়সীমা শেষ হওয়ার আগে বিমানবন্দরে ইসলামিক স্টেট খোরাসানের আফগান গোষ্ঠী আত্মঘাতী হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছিলেন মার্কিন গোয়েন্দারা। বৃহস্পতিবার সকালেই বিভিন্ন দেশের নাগরিকদের বিমানবন্দর চত্বর খালি করার নির্দেশ দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ। অ্যাবে গেট, ইস্ট গেট ও নর্থ গেট থেকে সরতে বলা হয়েছিল সাধারণ মানুষকে।
আরও পড়ুন- Afghanistan Crisis: হামিদ কারজাই ও আবদুল্লা আবদুল্লাকে অবশেষে গৃহবন্দি করল তালিবান
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)