Afghan Jet Crash: আফগান বায়ুসেনার বিমান ভেঙে পড়ল উজবেকিস্তানে
বিমান ভেঙে পড়লেও কারও মৃত্যু হয়নি।
নিজস্ব প্রতিবেদন: আফগান বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ল উজবেকিস্তানে। পাইলট নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানির নিরাপত্তারক্ষীদের নিয়ে যাওয়ার সময় আফগান বায়ুসেনার একটি বিমান উজবেকিস্তানের সীমান্ত এলাকায় ভেঙে পড়ল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Afghanistan Crisis: কাবুল নিয়ে জরুরি বৈঠক রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে
প্রসঙ্গত, আফগানিস্তান (Afghanistan) ছেড়ে পালানোর পরে ঘানির তাজিকিস্তানে যাওয়ার ঠিক থাকলেও শেষমেশ তিনি ওমানে রয়েছেন বলেই জানা গিয়েছে।
উজবেকিস্তানের (Uzbekistan) প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, উজবেকিস্তানের দক্ষিণাংশের Surxondaryo province-য়ে আফগান বায়ুসেনার বিমানটি (Afghan military jet) ভেঙে পড়েছে। ঘটনাস্থলে তল্লাশি চলছে। সূত্রের খবর, বিমান ভেঙে পড়লেও কারও মৃত্যু হয়নি। যদিও কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার ৮৪ জন আফগান সেনা সীমান্ত পেরিয়ে উজবেকিস্তানের প্রবেশ করায় তাঁদেরও আটক করা হয়েছে বলে জানান হয়েছে উজবেকিস্তানের তরফে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Afghanistan: নিরপেক্ষতার আবহে ভারত-তালিবান কথা হতেই পারে: তালিবানি মুখপাত্র